বাবরি-রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাচ্ছে ল বোর্ড, বাবরি অ্যাকশন কমিটি

বাবরি ধ্বংস মামলার ঘোষিত রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাচ্ছে AIMPLB বা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড৷ আদালতে যাচ্ছে বাবরি অ্যাকশন কমিটিও৷

বুধবার এই মামলার রায় ঘোষণা করেছেন লখনউয়ের বিশেষ CBI আদালতের বিচারক এসকে যাদব৷ ওই রায়ে প্রমানের অভাবে আদবানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতী-সহ ৩২ অভিযুক্তকেই বেকসুর খালাস করেছে আদালত৷

আর এই রায়ের বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছে, “বিশেষ CBI আদালত বাবরি মসজিদ ধ্বংস মামলার যে রায় জারি করেছে, তাতে ল’ বোর্ড সন্তুষ্ট নয়৷ বোর্ড এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে। AIMPLB-র সচিব জাফরিয়াব জিলানি বলেছেন, “বাবরি ধ্বংস মামলায় বিশেষ CBI আদালত যে রায় দিয়েছে তা আইনি সঙ্গতিহীন”।

পাশাপাশি, বাবরি অ্যাকশন কমিটির আইনজীবীও বলেছেন, “আমরা হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে আপীল করব।

ওদিকে, বাবরি মসজিদ মামলার অন্যতম বাদী মহম্মদ ইকবাল আনসারি বুধবার বাবরি মসজিদ ধ্বংসের বিশেষ CBI আদালতের রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, “অবশেষে বিচার শেষ হয়েছে। আসুন,আমরা সবাই শান্তিতে থাকি। নতুন কোনও ঝামেলা যেন না হয়। হিন্দু ও মুসলমান সবসময় অযােধ্যায় শান্তিতে বসবাস করে।”

আরও পড়ুন- প্রমাণ হলো, রাম জন্মভূমি আন্দোলনের প্রতি আমার দায়বদ্ধতা, জানালেন আদবানি

Previous articleপ্রমাণ হলো, রাম জন্মভূমি আন্দোলনের প্রতি আমার দায়বদ্ধতা, জানালেন আদবানি
Next articleভুয়ো খবর ছড়াতে রাজ্যে চালু ৫০ হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ, গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রীর