আনলক 5: বাংলার পথে হেঁটে সিনেমা হল চালুর নির্দেশ কেন্দ্রের

বাংলার পথে হেঁটেই এবার সিনেমা হল চালুর নির্দেশ কেন্দ্রীয় সরকারের। আনলক ফোরের শেষ দিনে ফাইভের রূপরেখা প্রকাশ করল কেন্দ্র। এই পর্যায়ে শর্তসাপেক্ষে খোলা যেতে পারে সিনেমা হল। বুধবার, প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, শর্তসাপেক্ষে খুলতে পারে সিনেমা হল। ছাড় দেওয়া হয়েছে একাধিক ক্ষেত্রে।
নয়া গাইডলাইন অনুযায়ী,
• ১৫ অক্টোবর থেকে ৫০ শতাংশ দর্শকাসন ব্যবহার করে সিনেমা হল ও মাল্টিপ্লেক্স চালু করা যাবে।
• প্রয়োজনীয় কোভিডবিধি শীঘ্রই সিনেমা হল কর্তৃপক্ষকে দেওয়া হবে।
• খেলোয়াড়দের ট্রেনিংয়ের জন্য খুলে দেওয়া হচ্ছে সুইমিং পুল।
• খুলছে বিনোদন পার্কও।
• বন্ধ প্রেক্ষাগৃহে কোন অনুষ্ঠানে 50 শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবেন। তবে সেই সংখ্যাটা কখনোই দু’শোর বেশি হবে না।
• সত্যিকে মাস্ক, ফেস শিল্ড পরে ও স্যানিটাইজার নিয়ে যেতে হবে।

এত সব কিছু খোলার পর স্কুল বা কোচিং সেন্টারের ক্ষেত্রে কী সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র? তরফে জানানো হয়েছে, অভিভাবকদের সম্মতি থাকলে ১৫ অক্টোবরের পরে এ বিষয়ে নিজেদের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে রাজ্যগুলি।

মার্চের শেষ সপ্তাহে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই বন্ধ দেশের সব মাল্টিপ্লেক্স, সিনেমা হল। এরপর আনলকের বিভিন্ন পর্বে একাধিক ক্ষেত্রে ছাড় মিললেও সিনেমা হল খোলা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। দীর্ঘদিন বন্ধ থাকায় চূড়ান্ত সমস্যায় পড়েছিলেন সিনেমা হল মালিক ও কর্মীরা। একাধিকবার প্রেক্ষাগৃহ খোলার আর্জি জানান তাঁরা। আবেদন জানান অভিনেতা, পরিচালকরাও।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই উৎসবের মরশুমে ১ অক্টোবর থেকে ৫০ জন দর্শক নিয়ে সিনেমা হল খোলার অনুমতি দিয়েছেন। এবার সেই পথে হাঁটল কেন্দ্রও।

সামাজিক অনুষ্ঠান, খেলা, বিনোদন কিংবা রাজনৈতিক জমায়েতের ক্ষেত্রে আগের মতোই ১০০ জনকে একসঙ্গে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হবে। তবে, কনটেনমেন্ট জোনের বাইরের রাজ্য নিজেদের সিদ্ধান্তে কোনও লকডাউন ঘোষণা করতে পারবে না। তার জন্য কেন্দ্রের আগাম অনুমতি নিতে হবে ।
কনটেনমেন্ট জোনে এখনও কোনও অনুষ্ঠান বা জমায়েত করা যাবে না বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সেখানে 31 অক্টোবর পর্যন্ত বহাল থাকবে লকডাউনের নিয়ম।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় এবার বারুইপুর থানায় এফআইআর অনুপমের বিরুদ্ধে

Previous articleমুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় এবার বারুইপুর থানায় এফআইআর অনুপমের বিরুদ্ধে
Next articleচোটের কারণে ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন সেরেনা