আদালতের মর্যাদা ক্ষুন্ন করা যাবে না, বিশ্বভারতী মামলায় নির্দেশ প্রধান বিচারপতির

বিশ্বভারতী বিশ্বিদ্যালয়ের মেলার মাঠে পাঁচিল (ফেন্সিং) দেওয়ার কাজ চলবে। কোনওভাবেই সেই কাজে কেউ বাধা দিতে পারবে না। হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণের স্পষ্ট বক্তব্য, “আমরা গুলি খেলেও বিক্ষুব্ধ জনতাকে আদালতের মর্যাদা ক্ষুন্ন করতে দেব না। কারণ, আমাদের কর্তব্য আদালতের মর্যাদা রক্ষা করা।”

পাঁচিল দেওয়ার কাজ বন্ধ করার জন্য জরুরি ভিত্তিতে স্থগিতাদেশ চায় রাজ্য সরকার। কিন্তু সেই আবেদন নাকচ করে এবার কড়া পদক্ষেপ নিলেন প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন– তৎকাল নেতাদের বিরুদ্ধে রাজ্য সদর দফতরে তুলকালাম আদি বিজেপির

রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানায়, স্থানীয় মানুষের বিক্ষোভের জেরে বিশ্বভারতীতে ফেন্সিং দেওয়ার কাজ সঠিকভাবে করা যাচ্ছে না। জনতাকে সামাল দেওয়াও যাচ্ছে না।‌ এই কারণেই স্থগিতাদেশের দাবি জানানো হয়। এ কথা শুনে ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, “বিক্ষুব্ধ জনতা কখনওই আইনের ঊর্ধ্বে নয়। পুলিশের দায়িত্ব আইন–শৃঙ্খলা রক্ষা করা। সেই কাজ যদি পুলিশের দ্বারা সম্ভব না হয় তা হলে আদালতকেই তা করতে হবে।”