Monday, August 25, 2025

প্রমাণ হলো, রাম জন্মভূমি আন্দোলনের প্রতি আমার দায়বদ্ধতা, জানালেন আদবানি

Date:

প্রায় তিন দশক পর অভিযোগমুক্ত হলেন ‘লৌহপুরুষ লালকৃষ্ণ৷

লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতী, কল্যাণ সিং- সহ ৩২ জন অভিযুক্তকেই বুধবার বেকসুর খালাস করেছে লখনউয়ের বিশেষ সিবিআই আদালত৷
আদালতের এই রায়ের প্রতিক্রিয়ায় গেরুয়া শিবিরের রামজন্মভূমি আন্দোলনের ‘নিউক্লিয়াস’ লালকৃষ্ণ আদবানি বলেছেন, “রাম জন্মভূমির প্রতি আমার দায়বদ্ধতাই প্রমাণিত হয়েছে এই রায়ে”৷

রায় শোনার পর আদবানি বলেছেন, “স্পেশাল CBI আদালতের এই রায়কে আমি স্বাগত জানাচ্ছি। এই রায় রামজন্মভূমি আন্দোলনের প্রতি ব্যক্তিগতভাবে আমার এবং বিজেপির বিশ্বাস ও দায়বদ্ধতা প্রমাণ করল।”

বাবরি মসজিদ ধ্বংস মামলায় যে ৩২ জন অভিযুক্ত ছিলেন তাঁদের এক নম্বরে ছিলেন বিজেপির ‘মার্গদর্শক’ আদবানি। রায় ঘোষণার সময় সশরীরে অভিযুক্তদের এজলাসে হাজির থাকার নির্দেশ দিয়েছিল বিশেষ আদালত। কিন্তু এদিন ৩২ অভিযুক্তের মধ্যে ২৬ জন হাজির হলেও আদবানি, যোশী, উমা ভারতী, কল্যাণ সিং বয়সজনিত এবং করোনা- কারণে উপস্থিত হননি বলে জানা গিয়েছে।

ওদিকে CBI-এর বিশেষ আদালতের রায়কে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন মুরলী মনোহর যোশী। তিনি বলেছেন, “আদালতের রায়ে প্রমাণিত হয়েছে, আমাদের সেদিনের আন্দোলন ও সমাবেশ কোনও যড়যন্ত্র ছিল না। আমরা খুশি। এখন রামমন্দিরের নির্মাণ নিয়ে সবাই উৎসাহিত ও আগ্রহী।” কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “দেরিতে হলেও বিচারপ্রক্রিয়ায় সত্য উঠে আসে। আদবানিজি, যোশীজি , উমা ভারতী বেকসুর মুক্তি পাওয়ায় আমি খুশি”।

আরও পড়ুন : আদবানিদের সাফাইকে মান্যতা এবং কিছু প্রশ্ন,কণাদ দাশগুপ্তর কলম

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version