Thursday, August 28, 2025

দরকার হলে বুথ জ্যাম করে ভোট করব- দলীয় কর্মীর কথা শুনেই তাঁকে থামিয়ে দিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

বৃহস্পতিবার, বীরভূমের মুরার‌ই বিধানসভার হিয়াতনগরে বুথ সম্মেলন ছিল। ভোটের মার্জিন বাড়বে কি না অনুব্রত মণ্ডলের প্রশ্নের জবাবে পাইকর ২নম্বর পঞ্চায়েতের 250 নম্বর বুথের সভাপতি নীলরতন মাহারা বলেন, “দরকার হলে বুথ জ্যাম করে দেব”। এই কথা বলার পরেই তাঁকে থামিয়ে দেন মঞ্চে থাকা অনুব্রত মণ্ডল। বুথ সভাপতির বুথ জ্যাম করে ভোটের পরিকল্পনায় সহমত পোষণ করেননি তিনি।

বিধানসভা নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে প্রায় ১ মাস ধরে বীরভূম জেলা জুড়ে বুথ ভিত্তিক কর্মিসভা করছেন তৃণমূলের জেলা সভাপতি। বৃহস্পতিবার তেমনই একটি কর্মিসভা ছিল হিয়াতনগরে।

সভায় পাইকার ২ নম্বর পঞ্চায়েতের ২৫০ নম্বর বুথের তৃণমূল নেতা নীলরতন মাহারাকে অনুব্রত মণ্ডল প্রশ্ন করেন, “কী করে ভোট বাড়াবেন?” জবাবে তিনি বলেন, দরকার হলে বুথ জ্যাম করে ভোট করব।
সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে থামিয়ে দেন অনুব্রত। বলেন, না না ওসব করলে হবে না।

গত কয়েক বছরে যখনই নির্বাচন হয়েছে, শাসকদলের বিরুদ্ধে রিগিং ও বুথ জ্যামের অভিযোগ তুলেছে বিরোধীরা। কিন্তু তৃণমূলের জেলা সভাপতির ভূমিকায় স্পষ্ট মানুষের ভোটেই স্বচ্ছ প্রক্রিয়ায় জিততে চাইছে শাসকদল।

আরও পড়ুন- বাংলাদেশে পেঁয়াজ রফতানি করতে চায় ইরান

Related articles

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...
Exit mobile version