প্রবারণা পূর্ণিমার সুপ্রভাত

অরুণজ্যোতি ভিক্ষু

আজ বৃহস্পতিবার, বৌদ্ধদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব, ত্রৈমাসিক বর্ষাবাসের সমাপ্তি, বৌদ্ধদের ঐতিহ্য ফানুস উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। সবাইকে শুভেচ্ছা ও আশীর্বাদ জানাচ্ছি।
কাছে বা দূরের, জ্ঞাত বা অজ্ঞাত কারণে যদি কাউকে কোন প্রকার মানসিক যন্ত্রণা দিয়ে থাকি বা ভূল করে থাকি প্রবারণা’র আলোকে দুঃখপ্রকাশ করছি।
করোনা ভাইরাসের এই খারাপ সময়ে সবাই খুব সাবধানে মাস্ক পরে, শারীরিক দুরত্ব মেনে, অতীব সচেতন থেকে প্রবারণা ও কঠিন চীবর দান অনুষ্ঠানে পুণ্যসঞ্চয় করবেন। মনে রাখবেন একটুখানি অসাবধানতা আপনার জীবনে ও পরিবারে অনেক বড় বিপদ ডেকে আনতে পারে।
প্রবারণা পূর্ণিমার মৈত্রী প্রভাবে সবাই যেন করোনা ভয় কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারি এই প্রার্থনা তথাগত বুদ্ধের অহিংস ও শান্তির বাণীর প্রার্থণায়।

 

Previous articleকী সেই ম্যাজিক? বাবরি রায়ের পর জানতে চান ওয়াইসি
Next articleআজ শাহর সঙ্গে বঙ্গ বিজেপির বৈঠক, গোষ্ঠী রাজনীতিতে ক্ষুব্ধ শিব-অরবিন্দ