Monday, August 25, 2025

বাঙালিকে পুজোর উপহার! তিলোত্তমার ইতিহাস নিয়ে গঙ্গাবক্ষে ”হেরিটেজ ক্রুজ”

Date:

করোনা মহামারিতে পুজোর আগেই বাঙালির জন্য উপহারের পসরা সাজিয়ে গঙ্গাবক্ষে রাজ্য পরিবহণ নিগম।

তিলোত্তমার প্রাচীন ঐতিহ্যবাহী ঘাটগুলির ইতিহাস তুলে ধরে গঙ্গাবক্ষে যাত্রা শুরু “কলকাতা রিভার হেরিটেজ ক্রুজ”-এর।

সুসজ্জিত এই ক্রুজে তিলোত্তমার প্রতিটি ঐতিহাসিক ঘাট ঘুরে দেখতে পারবেন পর্যটকরা।

সিঙ্গাপুর, লন্ডনের মতই সিটি “অফ জয়” কলকাতা শহরেও এই ধরনের ক্রুজ রাইড অত্যন্ত জনপ্রিয় হবে বলেই মনে করছে পরিবহন দফতর। কলকাতাতেও এই ক্রুজ ভ্রমণ পিপাসুদের তৃষ্ণা মেটাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

ভাবছেন খরচ কত? মাথাপিছু মাত্র ৩৯ টাকা! এখন থেকে এই সুযোগ পাওয়া যাবে সপ্তাহে ৭ দিন। শুরু ও শেষ হবে মিলেনিয়াম পার্কে। কর্তৃপক্ষ জানাচ্ছে, যাত্রাপথে দেখা যাবে চাঁদপাল ঘাট, আর্মেনিয়ান ঘাট, বিবাদি বাগ স্টেশন ঘাট, নিমতলা ঘাট মহাশ্মশান, ভূতনাথ ও শ্মশান কালীর মন্দির, সারদা মায়ের স্মৃতি বিজড়িত মায়ের ঘাট। অর্থাৎ, গঙ্গাবক্ষে দেড় ঘণ্টার যাত্রাপথে ঘাটের ইতিহাস হাতছানি দেবে আপনাকে। ইতিহাস প্রত্যক্ষ করার জন্য গাইড আপনাকে জানিয়ে দেবে ঘাটগুলির সোনালী ইতিহাস।

সোম থেকে শুক্রবার বিকেল ৪ টে ও সন্ধ্যা ৬ টা অর্থাৎ দিনে দুবার, এবং শনি ও রবিবার ছুটির দিন হওয়ায় দুপুর ১২ টা, দুপুর ২ টো, বিকেল ৪ টে ও সন্ধ্যা ৬টা-অর্থাৎ চারবার করে হবে এই ফেরি যাত্রা। গোটা যাত্রাপথেই গুন গুন করে বাজবে রবীন্দ্র সংগীত।

লঞ্চের মধ্যেই থাকবে ক্যাফেটারিয়া। সেখানেই আপনি আপনার পছন্দ মতো খাবার অর্ডার করতে পারবেন। যদিও সেই খরচ একান্তই আপনার।

সবমিলিয়ে পুজোর আগেই এমন ঐতিহাসিক লঞ্চযাত্রা চালু করে শহরবাসীকে শারদীয়া উপহার দিলো রাজ্য সরকার।

আরও পড়ুন- জরিমানার রায়ের পুনর্বিবেচনার আর্জি প্রশান্ত ভূষণের

Related articles

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...
Exit mobile version