Thursday, November 13, 2025

বাঙালিকে পুজোর উপহার! তিলোত্তমার ইতিহাস নিয়ে গঙ্গাবক্ষে ”হেরিটেজ ক্রুজ”

Date:

করোনা মহামারিতে পুজোর আগেই বাঙালির জন্য উপহারের পসরা সাজিয়ে গঙ্গাবক্ষে রাজ্য পরিবহণ নিগম।

তিলোত্তমার প্রাচীন ঐতিহ্যবাহী ঘাটগুলির ইতিহাস তুলে ধরে গঙ্গাবক্ষে যাত্রা শুরু “কলকাতা রিভার হেরিটেজ ক্রুজ”-এর।

সুসজ্জিত এই ক্রুজে তিলোত্তমার প্রতিটি ঐতিহাসিক ঘাট ঘুরে দেখতে পারবেন পর্যটকরা।

সিঙ্গাপুর, লন্ডনের মতই সিটি “অফ জয়” কলকাতা শহরেও এই ধরনের ক্রুজ রাইড অত্যন্ত জনপ্রিয় হবে বলেই মনে করছে পরিবহন দফতর। কলকাতাতেও এই ক্রুজ ভ্রমণ পিপাসুদের তৃষ্ণা মেটাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

ভাবছেন খরচ কত? মাথাপিছু মাত্র ৩৯ টাকা! এখন থেকে এই সুযোগ পাওয়া যাবে সপ্তাহে ৭ দিন। শুরু ও শেষ হবে মিলেনিয়াম পার্কে। কর্তৃপক্ষ জানাচ্ছে, যাত্রাপথে দেখা যাবে চাঁদপাল ঘাট, আর্মেনিয়ান ঘাট, বিবাদি বাগ স্টেশন ঘাট, নিমতলা ঘাট মহাশ্মশান, ভূতনাথ ও শ্মশান কালীর মন্দির, সারদা মায়ের স্মৃতি বিজড়িত মায়ের ঘাট। অর্থাৎ, গঙ্গাবক্ষে দেড় ঘণ্টার যাত্রাপথে ঘাটের ইতিহাস হাতছানি দেবে আপনাকে। ইতিহাস প্রত্যক্ষ করার জন্য গাইড আপনাকে জানিয়ে দেবে ঘাটগুলির সোনালী ইতিহাস।

সোম থেকে শুক্রবার বিকেল ৪ টে ও সন্ধ্যা ৬ টা অর্থাৎ দিনে দুবার, এবং শনি ও রবিবার ছুটির দিন হওয়ায় দুপুর ১২ টা, দুপুর ২ টো, বিকেল ৪ টে ও সন্ধ্যা ৬টা-অর্থাৎ চারবার করে হবে এই ফেরি যাত্রা। গোটা যাত্রাপথেই গুন গুন করে বাজবে রবীন্দ্র সংগীত।

লঞ্চের মধ্যেই থাকবে ক্যাফেটারিয়া। সেখানেই আপনি আপনার পছন্দ মতো খাবার অর্ডার করতে পারবেন। যদিও সেই খরচ একান্তই আপনার।

সবমিলিয়ে পুজোর আগেই এমন ঐতিহাসিক লঞ্চযাত্রা চালু করে শহরবাসীকে শারদীয়া উপহার দিলো রাজ্য সরকার।

আরও পড়ুন- জরিমানার রায়ের পুনর্বিবেচনার আর্জি প্রশান্ত ভূষণের

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version