যোগী রাজ্যে যখন তখন গাড়ি উল্টে যায়! হাথরাস কাণ্ডে বিতর্কিত মন্তব্য কৈলাসের

উত্তরপ্রদেশের হাথরাসে তরুণীর ধর্ষণের ঘটনায় ফুঁসছে গোট দেশ।ঘটনা ঘিরে ইতিমধ্যেই যোগী আদিত্যনাথ কথা বলেছেন মৃতের বাবার সঙ্গে। এদিকে, এমন পরিস্থিতিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ।
তিনি বলেন, অভিুক্তরা গ্রেফতার হয়েছে। মামলাটি ফাস্ট ট্র্যাক কোর্টে তোলা হয়েছে।যোগী আদিত্যনাথ হচ্ছেন মুখ্যমন্ত্রী। আমি জানি ওঁর রাজ্যে যে কোনও সময় গাড়ি উল্টে যেতে পারে।
সম্প্রতি উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে–র এনকাউন্টারের ঘটনার দিকেই ইঙ্গিত করলেন বিজয়বর্গীয়, দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। সে সময়ে পুলিশের দাবি ছিল, দুবে–কে নিয়ে যাওয়ার সময় গাড়ি উল্টে যায়।তখন পালানো চেষ্টা করে পুলিশের দিকে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে দুবে। ‘‌আত্মরক্ষার্থে’ পুলিশও গুলি চালায় এবং সেই সঙ্ঘর্ষেই মৃত্যু হয় বিকাশের।

আরও পড়ুন-আজ থেকে বাধ্যতামূলক মিষ্টির ‘এক্সপায়ারি ডেট’
এবার স্বাভাবিকভাবেই কৈলাসের মন্তব্য ঘিরে ফের সমালোচনার ঝড় বইতে থাকে রাজনৈতিক মহলে। তবে বিজেপির পক্ষ থেকে এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Previous articleআজ থেকে বাধ্যতামূলক মিষ্টির ‘এক্সপায়ারি ডেট’
Next article“বাবরি ধ্বংস না হলে রাম মন্দিরের ভূমিপুজো হত না”- রায়কে স্বাগত জানিয়ে মন্তব্য সঞ্জয়ের