Sunday, November 9, 2025

কৃষি আইন নিয়ে দিলীপ ঘোষের বাইক-মিছিল থামালো পুলিশ, ধুন্ধুমার কাণ্ড বেলেঘাটায়

Date:

কৃষি বিলের সমর্থনে শীর্ষ নেতৃত্বের নির্দেশে শুক্রবার রাজ্যের একাধিক প্রান্তে মিছিল করছেন বিভিন্ন বিজেপি নেতারা। এদিন এমনই এক কর্মসূচি ছিলো পূর্ব কলকাতার বেলেঘাটায়৷ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে হয় বাইক মিছিল। আর এই বাইক মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বেলেঘাটা এলাকায়।

এদিন বাইপাসের ধারের এক পাঁচতারা হোটেলের সামনে থেকে বাইক মিছিল শুরু করেন উত্তর কলকাতা জেলা বিজেপি নেতা-কর্মীরা। এই মিছিলের নেতৃত্বে ছিলেন দিলীপ ঘোষ। মিছিল বেলেঘাটায় আসামাত্রই গতিরোধ করে পুলিশ। তখনই শুরু হয় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা। অনুমতি না থাকায় বাইক মিছিলে আপত্তি জানায় পুলিশ। পুলিশের সঙ্গে চরম ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। গ্রেফতার করা হয় বিজেপি কর্মীদের। এই ঘটনার প্রতিক্রিয়ায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “মিছিলের লোকসংখ্যা দেখে ভয় পেয়ে শাসক দল মিছিল আটকেছে। উত্তর কলকাতা জেলা বিজেপি নেতারা পুলিশের অনুমতি নিয়েই মিছিলের আয়োজন করেছিল। মিছিল মানুষের সাড়া পাওয়াতেই রাজ্যের শাসক দল পুলিশ পাঠিয়ে মিছিল আটকে দিল।” উত্তর কলকাতা বিজেপির সভাপতি শিবাজী সিংহ রায় বলেছেন, ‘অগণতান্ত্রিকভাবে আমাদের মিছিল আটকেছে পুলিশ৷ কৃষি বিলের সমর্থনে এই মিছিল ছিলো। কৃষি বিল নিয়ে কলকাতার মানুষের সমর্থন বিজেপির দিকেই যে রয়েছে, তা শাসক দল বুঝেছে মিছিলের আয়তন দেখে”৷

আরও পড়ুন- শহরে নতুন বিএড কলেজ তৈরির ঘোষণা শিক্ষামন্ত্রীর

Related articles

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...
Exit mobile version