Monday, August 25, 2025

‘গণতন্ত্রের গণধর্ষণ’, রাহুলকে সমর্থন করতে গিয়ে বিতর্কের মুখে সঞ্জয়

Date:

রাহুল গান্ধীর উপর আক্রমণ ‘গণতন্ত্রের গণধর্ষণের’ সমান। রাহুল গান্ধীর সহ কংগ্রেস নেতাদের হেনস্থার প্রতিবাদ করতে গিয়ে এই মন্তব্য করে বসলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তাঁর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে শিবসেনা নেতার শব্দচয়ন নিয়ে।

বৃহস্পতিবার, হাথরাসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যান্য কংগ্রেস নেতারা। কিন্তু মাঝপথে আটকে দেয় উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশের সঙ্গে কংগ্রেস নেতাদের বচসাও হয়। মহামারি আইন এবং ১৪৪ ধারার নাম করে কংগ্রেস নেতাদের চলে যেতে বলেন কর্তব্যরত পুলিশ অফিসাররা। কিন্তু তা শুনতে নারাজ কংগ্রেস। শুরু হয় ধস্তাধস্তি। এরপরই ধস্তাধস্তিতে পড়ে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেসের অভিযোগ, রাহুলকে ইচ্ছাকৃতভাবে কলার ধরে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। এই বিষয়ে রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছেন অনেকেই।

সঞ্জয় রাউতের বক্তব্য, “মুম্বইয়ের এক অভিনেত্রীর বেআইনি নির্মাণ ভাঙা হয়েছিল বলে সবাই গর্জে উঠেছিল।” তাঁর প্রশ্ন, ” ১৯ বছরের তরুণীকে কেন ধর্ষণ করে খুন করা হলো সেই প্রশ্ন করা যাবে না?” এরপরই  রাহুল গান্ধীকে সমর্থন করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তিনি বলেন, ” রাহুল গান্ধী অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। জাতীয় স্তরে তাঁর বেশ প্রভাব আছে। প্রাক্তন দুই প্রধানমন্ত্রীর উত্তরসূরী। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু যে আচরণ তাঁর সঙ্গে করা হয়েছে তা আসলে গণতন্ত্রের গণধর্ষণ।’’

আরও পড়ুন:স্যানিটাইজার ঢেলে পোড়ানো হয়! জেলাশাসকের মারে অজ্ঞান নির্যাতিতার কাকা!

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version