লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিনে কৃষকদের পাশে থাকার বার্তা মমতার

ফাইল চিত্র

প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিনে তাঁরই স্লোগান তুলে কৃষকের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডলে মমতা লেখেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাই। ৫৫ বছর আগে তিনি কৃষক ভাই-বোনেদের জন্য তাঁর ‘জয় জওয়ান, জয় কিষাণ’ স্লোগান তুলেছিলেন। আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত তাঁদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ”।

কেন্দ্রের নতুন কৃষি বিলের কট্টর বিরোধী তৃণমূল কংগ্রেস। সংসদে বিল পেশ হওয়ার থেকেই তার বিরোধিতা করেছে রাজ্যের শাসকদল। এই বিলের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেত্রীও। এদিন সে কথা উল্লেখ না করলেও, মুখ্যমন্ত্রী টুইটে বলেন, “কৃষকরা সমাজের মেরুদণ্ড। বাংলায় ২০১১-তে যেখানে কৃষকদের বার্ষিক আয় ছিল ৯১হাজার টাকা। ২০১৮ সেটা বেড়ে হয়েছে দু লাখ ৯১ হাজার টাকা”। মমতা লেখেন, ইতিহাস সাক্ষী বর্তমান পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য কী করেছে। “আমরা সব সময় কৃষকের দাবির পক্ষে সরব হব।” লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিনকে সামনে রেখে মোদি সরকারকে মমতা বার্তা দিলেন বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন-চাপের মুখে বারোয়ারি দুর্গাপুজোয় ছাড় যোগী সরকারের

Previous articleলকডাউনে বাতিল টিকিটের টাকা ফেরত দিতে হবে বিমান সংস্থাগুলিকে : সুপ্রিম কোর্ট
Next articleকলকাতায় ফিরেই শাসক দলকে এক হাত নিলেন দিলীপ