Saturday, May 3, 2025

সত্যিই ভালবাসায় জাতি, ধর্ম, বর্ণ, দেশ কোনও কিছুরই বাধা থাকে না। অন্য কেউ কী বলবে তা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। ট্রোল করতে আসা এক ব্যক্তির মুখ এভাষাতেই বন্ধ করলেন ভিনি রামন। মেলবোর্নের ভারতীয় বংশোদ্ভূত ফার্মাসিস্ট ভিনি, অস্ট্রেলীয় ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের বাগদত্তা।

সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ ম্যাক্সির বাগদত্তা। সম্প্রতি দুজনের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি। সেখানেই একজন লেখেন ওই মানসিক রোগী সাদা চামড়ার ছেলেটাকে ছাড়ুন, ওর জন্য আপনার কষ্ট পাওয়ার দরকার নেই। আপনি বিশ্বাসঘাতক, কোনও ভারতীয় ছেলেকে খুঁজে নিন। মুখের ওপর জবাব দেন ভিনি। পাল্টা লেখেন, “আমি সাধারণত এই বিষয়গুলির উত্তর দিই না, কারণ আমি জানি যে, ট্রল করা হয় কেবল মনোযোগ পাওয়ার জন্য। ছয় মাসের লকডাউন আমাকে অজ্ঞদের শিক্ষিত করার জন্য অনেক সময় দিয়েছে। কোনও সাদা ব্যক্তিকে ভালবাসার অর্থ এই নয় যে আমি ভারতীয় হয়ে লজ্জা পাব। আমি আমার ইচ্ছেয় একজন সাদা ব্যক্তিকে ভালবেসেছি। এবং তাতে অন্যেরা কী ভাববে তা নিয়ে আমার চিন্তা করা উচিত নয়।”

আরও পড়ুন : গুরুতর অসুস্থ, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ফুটবল জাদুকর মজিদ বাসকর

এই বছরের ফেব্রুয়ারিতে বাগদান সেরেছিলেন ম্যাক্সওয়েল ও ভিনি। সম্প্রতি, গ্লেন ম্যাক্সওয়েল নিজেই প্রকাশ্যে জানান তাঁর হতাশায় ভোগার কথা। এ জন্য গত বছর ক্রিকেট থেকে ছুটি নেন তিনি। বিষয়টি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন ভিনি। তাঁর উত্তরে খুশি ম্যাক্সওয়েলও। তিনি পোস্টটি শেয়ার করে লেখেন, “আমি তোমাকে নিয়ে গর্বিত ভিনি। কিছু লোকের আচরণ সত্যিই দুঃখজনক। এদের কথায় কিছু মনে কোরো না।”

বর্তমানে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে আইপিএলে খেলছেন ম্যাক্সওয়েল। দুবাইয়ে রয়েছেন তিনি।

Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...
Exit mobile version