Thursday, May 8, 2025

এবার বাংলাদেশের ধনে বীজ যাচ্ছে মহাকাশে। যা ইতিহাসে এই প্রথমবার। জানা গিয়েছে, গবেষণার কাজে এই বীজ ব্যবহার করা হবে। চলতি মাসের মাঝামাঝি সময়ে ধনিয়া বীজ জাপান হয়ে স্পেস কার্গো বিমানে করে যুক্তরাষ্ট্রে পৌঁছাবে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির পক্ষ থেকে মিজানুল চৌধুরী এই খবর জানিয়েছেন।

জানা গিয়েছে, এই বীজের উপর পরীক্ষা-নিরীক্ষা চালাবেন মহাকাশচারীরা। বাংলাদেশের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে ধনে বীজগুলি সংগ্রহ করে মহাকাশে গবেষণার জন্য পাঠানো হবে। বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তাইওয়ান, সংযুক্ত আরব আমির শাহী থেকেও ধনে বীজ যাচ্ছে মহাকাশে। একইসঙ্গে বীজ পাঠাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও। মিজানুল চৌধুরী জানান, নাসা এবং জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি-জেক্সার সঙ্গে বৈঠক চলাকালীন এই খবর আসে। বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের দিন। তিনি আরও বলেন, বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সের রকেটে চড়ে আন্তর্জাতিক স্পেস স্টেশন বা আইএসএস-এর উদ্দেশে রওনা হবে এই বীজ। তবে ঠিক কবে নাগাদ মহাকাশে রওনা হবে সে সম্পর্কে নির্দিষ্ট দিন বলেননি তিনি।

২০২১ সালের জুন মাসে এই ধনে বীজগুলিকে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে বলে জানান মিজানুল চৌধুরী।  জুলাই মাসে ওই বীজগুলি পাঠানো হবে বাংলাদেশে। এরপর বাংলাদেশের গবেষক, বিজ্ঞানীরা পরবর্তী ধাপে পরীক্ষা করবেন। পরীক্ষা শেষে তাঁরা সেই ফল জানাবেন আন্তর্জাতিক স্পেস স্টেশনকে। মিজানুল চৌধুরী বলেন, ‘‘এইভাবে আন্তর্জাতিক মানের একটি দীর্ঘ গবেষণার অংশ হয়ে উঠলো বাংলাদেশ। দেশের জ্ঞান, বিজ্ঞান বিশ্বের দরবারে পৌঁছে যাবে।’’

আরও পড়ুন:ঘর দেওয়ার আশ্বাস দিয়ে গৃহবধূকে ধর্ষণ

 

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version