Monday, November 3, 2025

প্রথম চেষ্টা ব্যর্থ হলেও হাল ছাড়ছেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধী। হাথরসে দলিত কন্যার উপর পাশবিক নির্যাতনের ঘটনায় উত্তরপ্রদেশের বিজেপি সরকারের উপর চাপ বজায় রাখতে শনিবার বিকেলে ফের নির্যাতিতার বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন তিনি। সঙ্গে থাকবেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরাও। কংগ্রেসের যে প্রতিনিধি দল শনিবার আবার যাবে সেখানে, তারাই এই খবর জানিয়েছে। এখন দেখার, এদিনও যোগীর পুলিশের বাধার মুখে পড়েন কি না রাহুল-প্রিয়াঙ্কা। কংগ্রেস সূত্রে খবর, রাহুলদের যাওয়া আটকাতে এদিন তড়িঘড়ি ‘গৃহবন্দি’ করা হয়েছে উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতিকে।

“পৃথিবীর কোনও শক্তিই আমাকে হাথরাসে নির্যাতিতার বাড়ি যাওয়া থেকে আটকাতে পারবে না। আমি যাবই।”হাথরাসে দলিত কিশোরীর গণধর্ষণ ও মৃত্যুর ঘটনা নিয়ে শনিবার এই টুইট করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর টুইটের পরই জল্পনা শুরু হয়, আজ কি তাহলে ফের হাথরাসে ঢোকার চেষ্টা করবেন রাহুল? তেমন হলে যোগী প্রশাসন কী করে সেটাও দেখার। ইতিমধ্যেই প্রবল সমালোচনার মুখে উত্তরপ্রদেশ প্রশাসন এদিন হাথরাসে নির্যাতিতার গ্রামে মিডিয়ার প্রবেশের অনুমতি দিয়েছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এদিন বলেছেন, পৃথিবীতে এমন কোনও শক্তি নেই যে আমাকে হাথরাসের ক্ষুব্ধ, যন্ত্রণাক্লিষ্ট পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁদের সহমর্মিতা জানানোর চেষ্টা থেকে রুখতে পারবে। রাহুলের টুইটের ইঙ্গিতেই স্পষ্ট, হাথরাস ইস্যুতে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রচারের অস্ত্র ছাড়বে না কংগ্রেস। গত বৃহস্পতিবার হাথরাসে নির্যাতিতার বাড়ি যাওয়ার চেষ্টা করেছিল রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা বঢরার নেতৃত্বে কংগ্রেস প্রতিনিধি দল। কিন্তু হাথরাসে ঢোকার রাস্তা সিল করে রাহুল, প্রিয়াঙ্কাকে আটকে দেয় পুলিশ। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। তা অমান্য করার দায়ে রাহুল, প্রিয়াঙ্কাকে ওইদিন সাময়িক গ্রেফতারও করে যোগী প্রশাসন।

আরও পড়ুন-পৃথিবীর কোনও শক্তি আমার হাথরাসে যাওয়া আটকাতে পারবে না, টুইট রাহুলের

 

Related articles

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...
Exit mobile version