Tuesday, November 4, 2025

পিনকন চিটফান্ড মামলায় দোষী সাব্যস্ত কর্ণধার মনোরঞ্জন রায়-সহ ৮

Date:

পিনকন চিটফান্ড মামলায় সংস্থার কর্ণধার মনোরঞ্জন রায়-সহ ৮ জনকে দোষী সাব্যস্ত করল তমলুক আদালত। আজ, শনিবার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক মৌ চট্টোপাধ্যায় এই হাইভোল্টেজ মামলার রায় ঘোষণা করেন। দোষী সাব্যস্তদের তালিকায় মনোরঞ্জন রায় ছাড়াও রয়েছে তাঁর স্ত্রী মৌসুমি রায়।

এদিন সরকারি আইনজীবী সৌমেন কুমার দত্ত আদালত কক্ষে বলেন, পিনকন চিটফান্ড সংস্থার ১৮ জন বোর্ড অব ডিরেক্টরের মধ্যে ৮ জনই দোষী সাব্যস্ত হয়েছে। তথ্য-প্রমাণ না থাকায় বাকি ১০জনকে অবশ্য বেকসুর খালাস করেছে আদালত।

উল্লেখ্য, শনিবার তমলুক আদালতে পিনকন চিটফান্ড মামলার রায় দান হয়। এর আগে মামলার শেষ শুনানিতে প্রেসিডেন্সি জেলের সুপারকে চরম ভর্ৎসনা করে তমলুক আদালত। রায়ের দিন যে ভাবেই হোক গ্রেফতার করে আদালতে হাজির করতে হবে পিনকনের কর্ণধার মনোরঞ্জন রায় ও তাঁর স্ত্রী মৌসুমি রায়কে। সঙ্গে আদালতে হাজির করতে হবে ১৬ জন অভিযুক্তের প্রত্যেকে। এদের মধ্যে ৩৪ জন তমলুক সংশোধনাগারে রয়েছেন। মনোরঞ্জনবাবুকে আদালতে হাজির করতে না পারলে প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করবেন বলে জানিয়েছিলেন বিচারক। সেইমতো এদিন সংশ্লিষ্ট সকলেই বিচারকের সামনে হাজির করে পুলিশ। মনোরঞ্জন রায় ও তাঁর স্ত্রী জামিনে মুক্ত ছিলেন। কিন্তু আগের একাধিক শুনানিতে হাজিরা দেওয়ার কথা থাকলেও তাঁরা আদালতে আসেননি।

আরও পড়ুন-হাথরাস : মুখ্যমন্ত্রীর মিছিল, প্রতিবাদে সামিল বাম ছাত্র-যুব ও কংগ্রেস

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version