Wednesday, May 7, 2025

এবার বাংলাদেশের ধনে বীজ যাচ্ছে মহাকাশে। যা ইতিহাসে এই প্রথমবার। জানা গিয়েছে, গবেষণার কাজে এই বীজ ব্যবহার করা হবে। চলতি মাসের মাঝামাঝি সময়ে ধনিয়া বীজ জাপান হয়ে স্পেস কার্গো বিমানে করে যুক্তরাষ্ট্রে পৌঁছাবে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির পক্ষ থেকে মিজানুল চৌধুরী এই খবর জানিয়েছেন।

জানা গিয়েছে, এই বীজের উপর পরীক্ষা-নিরীক্ষা চালাবেন মহাকাশচারীরা। বাংলাদেশের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে ধনে বীজগুলি সংগ্রহ করে মহাকাশে গবেষণার জন্য পাঠানো হবে। বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তাইওয়ান, সংযুক্ত আরব আমির শাহী থেকেও ধনে বীজ যাচ্ছে মহাকাশে। একইসঙ্গে বীজ পাঠাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও। মিজানুল চৌধুরী জানান, নাসা এবং জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি-জেক্সার সঙ্গে বৈঠক চলাকালীন এই খবর আসে। বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের দিন। তিনি আরও বলেন, বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সের রকেটে চড়ে আন্তর্জাতিক স্পেস স্টেশন বা আইএসএস-এর উদ্দেশে রওনা হবে এই বীজ। তবে ঠিক কবে নাগাদ মহাকাশে রওনা হবে সে সম্পর্কে নির্দিষ্ট দিন বলেননি তিনি।

২০২১ সালের জুন মাসে এই ধনে বীজগুলিকে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে বলে জানান মিজানুল চৌধুরী।  জুলাই মাসে ওই বীজগুলি পাঠানো হবে বাংলাদেশে। এরপর বাংলাদেশের গবেষক, বিজ্ঞানীরা পরবর্তী ধাপে পরীক্ষা করবেন। পরীক্ষা শেষে তাঁরা সেই ফল জানাবেন আন্তর্জাতিক স্পেস স্টেশনকে। মিজানুল চৌধুরী বলেন, ‘‘এইভাবে আন্তর্জাতিক মানের একটি দীর্ঘ গবেষণার অংশ হয়ে উঠলো বাংলাদেশ। দেশের জ্ঞান, বিজ্ঞান বিশ্বের দরবারে পৌঁছে যাবে।’’

আরও পড়ুন:ঘর দেওয়ার আশ্বাস দিয়ে গৃহবধূকে ধর্ষণ

 

Related articles

রাতেই POK-তে হামলা, বুধের সকালে দেশজুড়ে অসামরিক মহড়া 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রায় দু সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালালো ভারত (Indian Army...

আজ শীর্ষ আদালতে DA মামলার শুনানি, সুপ্রিম রায়ে নজর সরকারি কর্মচারীদের

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। গত বাজেটে রাজ্য সরকার (Government of...

লস্করের হেডকোয়ার্টার গুঁড়িয়ে দিল ভারত, ‘মোক্ষম জবাব’ সোশ্যাল মিডিয়ায় দাবি ভারতীয় সেনার

মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় ভারতীয় সেনার প্রিসিশন স্ট্রাইক (Precision Strike)। পহেলগাম হামলার (Pahelgam Attack...

‘অপারেশন সিন্দুর’কে ‘লজ্জা’ দাবি ট্রাম্পের! কথা ডোভাল-রুবিওর

ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে সাম্প্রতিককালে পাকিস্তানের দোষ ঢাকার চেষ্টা দেখা গিয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মুখে। পহেলগাম...
Exit mobile version