Wednesday, January 14, 2026

তরুণীকে উত্যক্ত করার চেষ্টা, পাল্টা বেল্ট দিয়ে অভিযুক্ত যুবককে পেটালেন তরুণী

Date:

Share post:

সান্ধ্য ভ্রমণে একাই বেরিয়েছিলেন এক তরুণী। আচমকাই তাঁকে উত্যক্ত করতে শুরু করে এক যুবক। দুর্ব্যবহারের সঙ্গে কুরুচিকর মন্তব্যও করতে থাকে। নিজের অপমান সহ্য না করে বেল্ট দিয়েই ওই যুবককে দু-চার ঘা লাগিয়ে দেন এক তরুণী।

বর্তমানে নারী নির্যাতনের ঘটনায় শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। হাথরাস থেকে বলরামপুর, ভাদোহি, আজমগড়, বুলন্দশহর… একের পর এক সামনে এসেছে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনা। আর সব ক্ষেত্রেই নির্যাতিতা কোনও দলিত পরিবারের মেয়ে। তবে সব মেয়ে যে চুপ করে সহ্য করার পাত্রী নয়, তা আরও একবার প্রমাণ হল উত্তরপ্রদেশেরই অন্য একটি ঘটনায়।

আরও পড়ুন : চাপে পড়ে পুলিশ সুপার সহ পাঁচজনকে সাসপেন্ড যোগী প্রশাসনের

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, সন্ধ্যেবেলা বেড়াতে বেড়িয়েছিলেন ওই তরুণী। এক যুবকের অভব্য আচরণের মুখে পড়েন এক তরুণী। ক্রমশ তরুণীকে বিরক্ত করতে থাকে ওই যুবক। একসময় শুরু হয় কুরুচিকর মন্তব্য করা। এমনকি, অশ্লীল ইঙ্গিতও দিতে থাকে ওই যুবক। এরপরই ওই তরুণী চিৎকার করতেই লোকজন ছুটে আসে ঘটনাস্থলে। নিজের দিকে আসা কুমন্তব্যের জবাব দিতে তৎক্ষণাৎ তরুণী বেল্ট দিয়েই দু-চার ঘা মারেন ওই যুবককে।

ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। ভিডিওটি দেখে অনেকেই যুবতীর প্রশংসা করেছেন। তাঁদের মতে, দেশে যখন একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, এই পরিস্থিতিতে ওই তরুণীর নিজের রক্ষার্থে নেওয়া পদক্ষেপ খুবই দুঃসাহসিক কাজ। তাঁর এই কাজ অনেক নারীকেই অনুপ্রাণিত করবে।

আরও পড়ুন : বয়ানের পরে এবার ক্ষতিপূরণ নেওয়ার জন্য চাপ হাথরাসের দলিত পরিবারকে

উল্লেখ্য, হাথরসের ঘটনার নিয়ে সারা দেশজুড়ে ক্ষোভ ছড়িয়েছে। সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন মানুষ। নির্যাতিতা তরুণীর প্রতি সুবিচারের দাবি জানাচ্ছেন সকলেই। অভিযুক্তদের দ্রুত সাজা দেওয়ার দাবি জানানো হয়েছে।

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...