Monday, November 3, 2025

তরুণীকে উত্যক্ত করার চেষ্টা, পাল্টা বেল্ট দিয়ে অভিযুক্ত যুবককে পেটালেন তরুণী

Date:

Share post:

সান্ধ্য ভ্রমণে একাই বেরিয়েছিলেন এক তরুণী। আচমকাই তাঁকে উত্যক্ত করতে শুরু করে এক যুবক। দুর্ব্যবহারের সঙ্গে কুরুচিকর মন্তব্যও করতে থাকে। নিজের অপমান সহ্য না করে বেল্ট দিয়েই ওই যুবককে দু-চার ঘা লাগিয়ে দেন এক তরুণী।

বর্তমানে নারী নির্যাতনের ঘটনায় শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। হাথরাস থেকে বলরামপুর, ভাদোহি, আজমগড়, বুলন্দশহর… একের পর এক সামনে এসেছে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনা। আর সব ক্ষেত্রেই নির্যাতিতা কোনও দলিত পরিবারের মেয়ে। তবে সব মেয়ে যে চুপ করে সহ্য করার পাত্রী নয়, তা আরও একবার প্রমাণ হল উত্তরপ্রদেশেরই অন্য একটি ঘটনায়।

আরও পড়ুন : চাপে পড়ে পুলিশ সুপার সহ পাঁচজনকে সাসপেন্ড যোগী প্রশাসনের

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, সন্ধ্যেবেলা বেড়াতে বেড়িয়েছিলেন ওই তরুণী। এক যুবকের অভব্য আচরণের মুখে পড়েন এক তরুণী। ক্রমশ তরুণীকে বিরক্ত করতে থাকে ওই যুবক। একসময় শুরু হয় কুরুচিকর মন্তব্য করা। এমনকি, অশ্লীল ইঙ্গিতও দিতে থাকে ওই যুবক। এরপরই ওই তরুণী চিৎকার করতেই লোকজন ছুটে আসে ঘটনাস্থলে। নিজের দিকে আসা কুমন্তব্যের জবাব দিতে তৎক্ষণাৎ তরুণী বেল্ট দিয়েই দু-চার ঘা মারেন ওই যুবককে।

ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। ভিডিওটি দেখে অনেকেই যুবতীর প্রশংসা করেছেন। তাঁদের মতে, দেশে যখন একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, এই পরিস্থিতিতে ওই তরুণীর নিজের রক্ষার্থে নেওয়া পদক্ষেপ খুবই দুঃসাহসিক কাজ। তাঁর এই কাজ অনেক নারীকেই অনুপ্রাণিত করবে।

আরও পড়ুন : বয়ানের পরে এবার ক্ষতিপূরণ নেওয়ার জন্য চাপ হাথরাসের দলিত পরিবারকে

উল্লেখ্য, হাথরসের ঘটনার নিয়ে সারা দেশজুড়ে ক্ষোভ ছড়িয়েছে। সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন মানুষ। নির্যাতিতা তরুণীর প্রতি সুবিচারের দাবি জানাচ্ছেন সকলেই। অভিযুক্তদের দ্রুত সাজা দেওয়ার দাবি জানানো হয়েছে।

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...