Sunday, August 24, 2025

ন্যায়বিচার না হওয়া পর্যন্ত লড়াই চলবে: হাথরাসে নির্যাতিতার পরিবারের পাশে রাহুল-প্রিয়াঙ্কা

Date:

হাথরাসের ঘটনায় ন্যায়বিচার না হওয়া পর্যন্ত তাঁরা লড়াই চালিয়ে যাবেন। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে জানালেন রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী। দুদিনের টানাপোড়েনের শেষে হাথরাসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে পারন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেস নেতা-নেত্রীকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেয় দলিত পরিবারটি। এমনকী, জেলাশাসকের বিরুদ্ধেও অভিযোগ করেন।

বৃহস্পতিবার, তাঁরা ওই গ্রামে যেতে গেলে বাধা দেওয়া হয়। আটকও করে পুলিশ। শনিবার,
যোগী সরকারের কাছ থেকে অনুমতি আদায় করে সন্ধেয় হাথরাসের বুল গড়হী গ্রামে নির্যাতিতার বাড়িতে পৌঁছন রাহুল ও প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন অধীর চৌধুরী-সহ আরও তিন কংগ্রেসনেতা। সেখানে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। তাঁদের অভিযোগ শোনেন। নির্যাতিতার পরিবারের মহিলারা প্রিয়াঙ্কাকে নির্যাতিতা ছবিও দেখান।

আরও পড়ুন- দলিতকন্যা মনীষার হত্যাকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর হুঁশিয়ারি পার্থর

পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় প্রিয়াঙ্কা গান্ধী বলেন, যতদিন না এই ঘটনার ন্যায়বিচার হচ্ছে ততদিন তাঁদের আন্দোলন চলবে। এই ঘটনায় যোগী সরকারের তীব্র সমালোচনা করেন রাহুল গান্ধী।

হাথরাস যাওয়া নিয়ে গত দু’দিন ধরে উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে টানাপড়েন চলছিল বিরোধীদের। কংগ্রেসকে বাধা দেওয়ার পরে শুক্রবার সকালে তৃণমূলের প্রতিনিধিদলকে বাধা দেয় যোগী সরকারের পুলিশ। অবশেষে শনিবার বিরোধীদের রাস্তা ছেড়ে দিতে উত্তরপ্রদেশ সরকারকে। রাজনৈতিক চাপে পড়েই যোগী সরকার তাঁদের হাথরাসে ঢোকার অনুমতি দিতে বাধ্য হয়েছে বলে কংগ্রেসের দাবি।

আরও পড়ুন- একাই বিজেপি’র বারোটা বাজাচ্ছেন অজয় বিস্ত, কণাদ দাশগুপ্তর কলম

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version