Saturday, May 3, 2025

নিঁখোজ নাবালিকার ছিন্নভিন্ন দেহ উদ্ধার ক্ষেত থেকে, ঘটনাস্থল ফের উত্তরপ্রদেশ

Date:

পরিবার সূত্রে খবর, ২৬ সেপ্টেম্বর থেকে নিখোঁজ হয়েছিল সেই কিশোরী। তারই ছিন্নভিন্ন দেহ মিলল ক্ষেত থেকে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানৌর জেলার দেহাত গ্রামে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কিশোরীর দুই আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ।

গণধর্ষণ করে খুনের ঘটনায় গত কয়েকদিনে রেকর্ড করে ফেলেছে উত্তরপ্রদেশ। প্রথমে হাথরাস, তারপর বলরামপুর, তারপর একে একে সামনে আসে আরও কিছে একই ধরণের ঘটনা। হাথরসের ঘটনায় যখন সারা দেশ ক্ষোভে ফুঁসছে, ঠিক সেই সময়ে কানৌরের এই ঘটনার খবরে আর্ও তিক্ত হল পরিস্থিতি। ফলে যোগী রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।

আরও পড়ুন : হাথরাসে ধর্ষকদের সমর্থনে বিক্ষোভ, অভিযোগ, মদত শাসকদলের

পুলিশসূত্রে খবর, ক্ষেতের মধ্যে দেহটি খণ্ডখণ্ড অবস্থায় পাওয়া গিয়েছিল। তাদের প্রাথমিক অনুমান, গণধর্ষণ করে খুন করা হয়েছে এই নাবালিকা কিশোরীকেও। একই অভিযোগ তুলেছে মৃতার পরিবারও। পুলিশ জানিয়েছে, তাঁরা দেহের বিভিন্ন অংশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে।

কানপুর দেহাত পুলিশ সুপার কে কে চৌধুরী জানিয়েছেন, মৃতার পরিবারের বয়ান অনুযায়ী, জমি নিয়ে বিবাদের জেরেই খুন করা হয়েছে নাবালিকাকে। তদন্তে নেমে এরপরেই গ্রেফতার করা হয় দুই আত্মীয়কে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে এদিনই উত্তরপ্রদেশের পিলিভিটে এক নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ ওঠে। পরিবারের তরফ থেকে অভিযোগ পাওয়ার পরই ওই নাবালিকাকে উদ্ধার কাজে লাগে বিশালপুর থানার পুলিশ। তাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই নাবালিকার বাড়ি বিশালপুর এলাকায়।

Related articles

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...
Exit mobile version