Wednesday, November 12, 2025

নিঁখোজ নাবালিকার ছিন্নভিন্ন দেহ উদ্ধার ক্ষেত থেকে, ঘটনাস্থল ফের উত্তরপ্রদেশ

Date:

পরিবার সূত্রে খবর, ২৬ সেপ্টেম্বর থেকে নিখোঁজ হয়েছিল সেই কিশোরী। তারই ছিন্নভিন্ন দেহ মিলল ক্ষেত থেকে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানৌর জেলার দেহাত গ্রামে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কিশোরীর দুই আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ।

গণধর্ষণ করে খুনের ঘটনায় গত কয়েকদিনে রেকর্ড করে ফেলেছে উত্তরপ্রদেশ। প্রথমে হাথরাস, তারপর বলরামপুর, তারপর একে একে সামনে আসে আরও কিছে একই ধরণের ঘটনা। হাথরসের ঘটনায় যখন সারা দেশ ক্ষোভে ফুঁসছে, ঠিক সেই সময়ে কানৌরের এই ঘটনার খবরে আর্ও তিক্ত হল পরিস্থিতি। ফলে যোগী রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।

আরও পড়ুন : হাথরাসে ধর্ষকদের সমর্থনে বিক্ষোভ, অভিযোগ, মদত শাসকদলের

পুলিশসূত্রে খবর, ক্ষেতের মধ্যে দেহটি খণ্ডখণ্ড অবস্থায় পাওয়া গিয়েছিল। তাদের প্রাথমিক অনুমান, গণধর্ষণ করে খুন করা হয়েছে এই নাবালিকা কিশোরীকেও। একই অভিযোগ তুলেছে মৃতার পরিবারও। পুলিশ জানিয়েছে, তাঁরা দেহের বিভিন্ন অংশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে।

কানপুর দেহাত পুলিশ সুপার কে কে চৌধুরী জানিয়েছেন, মৃতার পরিবারের বয়ান অনুযায়ী, জমি নিয়ে বিবাদের জেরেই খুন করা হয়েছে নাবালিকাকে। তদন্তে নেমে এরপরেই গ্রেফতার করা হয় দুই আত্মীয়কে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে এদিনই উত্তরপ্রদেশের পিলিভিটে এক নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ ওঠে। পরিবারের তরফ থেকে অভিযোগ পাওয়ার পরই ওই নাবালিকাকে উদ্ধার কাজে লাগে বিশালপুর থানার পুলিশ। তাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই নাবালিকার বাড়ি বিশালপুর এলাকায়।

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version