Tuesday, November 11, 2025

বেঙ্গালুরুতে এবার রাস্তায় নেমে আন্দোলন বাঙালিদের

Date:

লেখাপড়া হোক বা চাকরি, কলকাতা বাদে বাঙালিদের কাছে দেশের অন্যতম প্রিয় শহর বেঙ্গালুরু। কার্যত ‘সেকেন্ড হোম’ হয়ে উঠেছে কর্নাটকের রাজধানী। কিন্তু সেই উদ্যান শহরেই এবার রাস্তায় নেমে আন্দোলন করছেন বাঙালিরা।

কেন হঠাৎ আন্দোলন? বেঙ্গালুরুর বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দু’টি ভবন নিয়ে শুরু হয়েছে টানাপড়েন। আলসুর হ্রদের কাছে শহরের কেন্দ্রে আসেয়ি রোডে ওই ভবন দুটি। কিন্ত গত ১ বছরের বেশি সময় ধরে তা নিয়ন্ত্রণ করছে প্রশাসন। বেঙ্গালুরুর বেঙ্গলি অ্যাসোসিয়েশন জানিয়েছে, লিজপ্রাপ্ত জমিতে দু’টি ভবন তথা প্রেক্ষাগৃহ, গ্রন্থাগার সব তাঁরা নিজেরাই তৈরি করেছিলেন। ২০০২ এবং ২০১২ সালে এই লিজের মেয়াদ শেষ হয়। কিন্তু লিজের নতুন দর প্রশাসন জানাচ্ছে না বলে অভিযোগ তাঁদের। বেঙ্গলি অ্যাসোসিয়েশনের অভিযোগ, হঠাৎ একটি ভবনের লিজের টাকা এক লাফে বছরে ১৩৯০ টাকা থেকে সাড়ে ১৭ লক্ষ টাকা করা হয়। অন্য ভবনটি ৪৩০০ টাকা থেকে ১০ লক্ষ ৭১ হাজার টাকা করা হয়েছে।

বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকে বেঙ্গলি অ্যাসোসিয়েশনের জানায় তারা সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বাড়িগুলি বাণিজ্যিক ভবন নয়। অভিযোগ এই সুযোগে ভবন দুটি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে পুরপ্রশাসন। তাই এবার ‘সেভ বেঙ্গলি অ্যাসোসিয়েশন’ মঞ্চ গড়ে স্থানীয় বাঙালিরা রাস্তায় নেমে আন্দোলন করছেন। প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা করেছেন। ‘সেভ বেঙ্গলি অ্যাসোসিয়েশন’ এর আহ্বায়ক অচিন্ত্যলাল রায় বলেন, ”ফরাসিদের আলিয়ঁস ফ্রঁসেজ লিজ বাবদ ১৬ হাজার বর্গফুটের জমিতে ৩০ হাজার টাকা দেয়। আমাদের কাছে দু’টি বাড়ি মিলিয়ে ১০ হাজার বর্গ ফুটে ২৮ লক্ষের বেশি চাওয়া হচ্ছে। এটা অযৌক্তিক কাজ। আমাদের বাণিজ্যিক সংগঠন নয়।”

আরও পড়ুন:স্পষ্ট হচ্ছে, ক্রমশই একঘরে হচ্ছেন অজয় বিস্ত, কণাদ দাশগুপ্তর কলম

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version