বিজেপি নেতা মণীশ শুক্লার খুনে বিশেষ তদন্তকারী দল গ্রেফতার করেছে দু’জনকে । গুলাব শেখ এবং মহম্মদ খুররম । খুররমই না কি শার্প শুটার গুলাবের সঙ্গে যোগাযোগ করেছিল । কিন্তু কেন এই খুন ? সেক্ষেত্রে সামনে এসেছে প্রতিহিংসার বিষয়টিই । জানা গিয়েছে, পিতৃহত্যার বদলা নিতেই না কি এই নৃশংস খুন । অন্তত প্রাথমিকভাবে পুলিশের এমনই অনুমান ।
মণীশ খুনে সোমবারই CID তদন্তের নির্দেশ দিয়েছে নবান্ন । তৈরি হয়েছে বিশেষ তদন্তকারী দলও । ওই দলে CID আধিকারিকদের পাশাপাশি আছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারীরাও ।
কিন্তু কেন এই খুন? জানা গিয়েছে, পুরনো শত্রুতার জেরে আক্রোশ মেটাতেই মণীশ খুন । খুররমের বাবা এক সময়ে সিপিএম কর্মী ছিলেন । তিনিও খুন হয়েছিলেন । সেই খুনে উঠে এসেছিল মণীশের নাম । এরপর থেকেই মণীশ এবং খুররমের শত্রুতা ব্যারাকপুরে সকলের মুখে মুখে ঘোরে । পুলিশের প্রাথমিক অনুমান, পিতৃহত্যার বদলা নিতেই খুনের ছক কষা হয় ।
খুনের জন্য । গুলাবের সঙ্গে ছিল আরও তিনজন । তাদের খোঁজ চলছে ।
গতকাল পুলিশ ইঙ্গিত দিয়েছিল, রাজনীতি নয় । পুরনো শত্রুতা থাকতে পারে এই খুনের পিছনে।