Thursday, August 28, 2025

বিজেপি নেতা মণীশ শুক্লার খুনে বিশেষ তদন্তকারী দল গ্রেফতার করেছে দু’জনকে । গুলাব শেখ এবং মহম্মদ খুররম । খুররমই না কি শার্প শুটার গুলাবের সঙ্গে যোগাযোগ করেছিল । কিন্তু কেন এই খুন ? সেক্ষেত্রে সামনে এসেছে প্রতিহিংসার বিষয়টিই । জানা গিয়েছে, পিতৃহত্যার বদলা নিতেই না কি এই নৃশংস খুন । অন্তত প্রাথমিকভাবে পুলিশের এমনই অনুমান ।
মণীশ খুনে সোমবারই CID তদন্তের নির্দেশ দিয়েছে নবান্ন । তৈরি হয়েছে বিশেষ তদন্তকারী দলও । ওই দলে CID আধিকারিকদের পাশাপাশি আছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারীরাও ।
কিন্তু কেন এই খুন? জানা গিয়েছে, পুরনো শত্রুতার জেরে আক্রোশ মেটাতেই মণীশ খুন । খুররমের বাবা এক সময়ে সিপিএম কর্মী ছিলেন । তিনিও খুন হয়েছিলেন । সেই খুনে উঠে এসেছিল মণীশের নাম । এরপর থেকেই মণীশ এবং খুররমের শত্রুতা ব্যারাকপুরে সকলের মুখে মুখে ঘোরে । পুলিশের প্রাথমিক অনুমান, পিতৃহত্যার বদলা নিতেই খুনের ছক কষা হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে , CCTV ফুটেজ খতিয়ে দেখা হয় প্রথমে । দুটি বাইক শনাক্ত করা হয় । ওই বাইকেই ঘটনাস্থলে এসেছিল দুষ্কৃতীরা । সেই বাইকের সূত্র ধরে এক আততায়ীকে চিহ্নিত করা হয় । তার নাম গুলাব শেখ ।গতকালই গুলাবকে আটক করা হয় । তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে উঠে আসে মহম্মদ খুররমের নাম । পেশায় ব্যবসায়ী খুররম । শার্প শুটার গুলাবের সঙ্গে সেই যোগাযোগ করেছিল
খুনের জন্য । গুলাবের সঙ্গে ছিল আরও তিনজন । তাদের খোঁজ চলছে ।

গতকাল পুলিশ ইঙ্গিত দিয়েছিল, রাজনীতি নয় । পুরনো শত্রুতা থাকতে পারে এই খুনের পিছনে।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version