অক্টোবরেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবে ২০২১-এর মাধ্যমিক পরীক্ষার্থীরা

চলতি মাসের ১৪ এবং ১৫ অক্টোবর রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবে ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা। নির্দেশিকা জারি করে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। অর্থাৎ যেসব ছাত্রছাত্রী ২০১৯ সালে নবম শ্রেণীতে ভর্তি হয়েছিল তাদের এই সার্টিফিকেট দেওয়া হবে। একইসঙ্গে পর্ষদ জানিয়েছে, যেসব পড়ুয়ারা চলতি বছর নবম শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হবে। সংশ্লিষ্ট দিনগুলিতে পর্ষদের ক্যাম্প অফিস থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন ফর্ম বিলি করা হবে। প্রধান শিক্ষকদের আবেদন জানানো হয়েছে সংশ্লিষ্ট ক্যাম্প অফিস থেকে যেন তাঁরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ফর্ম সংগ্রহ করেন।

আরও পড়ুন:সৌজন্যে কোভিড, ফেব্রুয়ারিতে মাধ্যমিক হওয়ার সম্ভাবনা ক্ষীণ, পিছোতে পারে উচ্চ মাধ্যমিকও!

Previous articleরফতানিতে চামড়াকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে পাট
Next article১৪ বছরের কিশোরকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত