Saturday, August 23, 2025

ছেলের খুনের ঘটনায় টিটাগড় থানায় এফআইআর দায়ের করেছেন মণীশের বাবা চন্দ্রমণি শুক্লা। এফআইআরে মোট সাত জনের নামে অভিযোগ করেছেন মণীশের বাবা। তার মধ্যে দু’জন টিটাগড় ও ব্যারাকপুর পুরসভার বিদায়ী চেয়ারম্যান তথা তৃণমূল নেতা। টিটাগড় পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরী, ব্যারাকপুর পুরসভার বিদায়ী পুরপ্রধান উত্তম দাসের নাম রয়েছে এফআইআরে। যদিও তাঁরা পুরো বিষয়টি রাজনৈতিক চক্রান্ত ও দৃষ্টিভঙ্গি ঘোরানোর চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন ।
এরই পাশাপাশি,
মণীশ শুক্লা খুনে ধৃত মহম্মদ খুররমের রাজনৈতিক সংযোগ আছে তৃণমূলের একাধিক শীর্ষ নেতার , এমনই দাবি করেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং ।এমনকি তিনি অভিযোগ করেন,ঘটনার দিন ভবানীভবন থেকে তাদের লোকেশনট্র্যাক করা হচ্ছিল।
তিনি মঙ্গলবারও দাবি করেন, মণীশ শুক্লার খুন শাসকদল ও পুলিশের যৌথ ‘অপারেশন’।
খুররমের সঙ্গে তৃণমূলের নেতাদের ছবি দেখিয়ে অর্জুন সিং এই দাবি করেছেন । ওই অভিযোগে অর্জুন সিং তৃণমূলের মদন মিত্র, ব্রাত্য বসু, নির্মল ঘোষের সঙ্গে ছবি দেখিয়ে এই দাবি করেছেন ।
তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ ধর্তব্যের মধ্যে আনতে চাননি।
ব্রাত্য বসু এই অভিযোগ সম্পর্কে স্পষ্ট জানিয়েছেন, অর্জুনের অভিযোগের কোনও জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না ।
পানিহাটির বিধায়ক তথা পানিহাটি পুরসভার মুখ্য প্রশাসক নির্মল ঘোষ জানিয়েছেন, আমি দলের পদে আছি। তাই দলের কাজে বিভিন্ন জায়গায় যেতে হয়। কে আমার সঙ্গে ছবি তুলছেন মনে রাখা সম্ভব নয়। তাই এই ছবি দিয়ে কিছুই প্রমাণ হয় না। মদন মিত্র বলেছেন, জনপ্রতিনিধিদের সঙ্গে অনেকেই ছবি তোলেন। তার অর্থ এই নয় যে ওই জনপ্রতিনিধির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির যোগ আছে। দেওয়ালে পিঠ ঠেকে গেলে এমন মন্তব্য অনেকেই করেন।

Related articles

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...
Exit mobile version