স্কাইডাইভিং ১০৩ বছরের যুবকের! কুর্নিশ জানালো গোটা বিশ্ব

বয়স তো শুধুমাত্র একটি পরিসংখ্যান মাত্র। না হলে এই বয়সে স্কাইডাইভিং করে গিনেস বুকে নাম তুলে তুমুল আলোড়ন ফেলে দিয়েছেন 103 বছরের যুবক! তার নাম আলফ্রেড আল বস্কি। তিনি 14 হাজার ফুট উচ্চতায় স্কাইডাইভিং করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন।

আরও পড়ুন- শারদীয়া ডিজিটাল ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড: জমবে সোশ্যাল মিডিয়ার পুজোর শ্রেষ্ঠত্বের লড়াই
আসলে রেকর্ড করা বা গিনেস বুকে নাম তোলার উদ্দেশ্য নিয়ে তিনি স্কাইডাইভিং করেননি। সে কথা নিজেই জানিয়েছেন অশীতিপর এই যুবক! তিনি বলেছেন, তার নাতিদের তিনি কথা দিয়েছিলেন তারা গ্রাজুয়েট হলে তিনি স্কাই-ডাইভিং করে দেখাবেন । সেই কথা রাখতেই তিনি স্কাইডাইভিং করলেন। যদিও তার এই কৃতিত্বের ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই ভাইরাল।

Previous articleধর্ষণে অভিযুক্তরা কি কঙ্গনার ভাই? কটাক্ষ সঞ্জয় রাউতের
Next articleজট কাটল! সই সাবুদ শেষ, লাল-হলুদের কোচ সম্ভবত রবি ফাওলার