Wednesday, November 5, 2025

খুন হওয়া মণীশ শুক্লার বাবা’র করা FIR-এ নাম থাকা আরও একজনকে CID গ্রেফতার করেছে ৷ এই নিয়ে মণীশ-খুনের দায়ে সবমিলিয়ে CID গ্রেফতার করেছে ৩ জনকে, আটক আরও ২।

টিটাগড় থানায় মণীশের বাবা চন্দ্রমনি শুক্লার করা FIR-এর ৬ নম্বরে নাম থাকা নাজির খান ওরফে নাসির খানকে CID গোয়েন্দারা হেফাজতে নিয়েছেন৷ গত সোমবার তদন্তকারীরা গ্রেফতার করেন খুররম খান এবং গুলাব শেখ নামে দু’জনকে। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করা হয় এই নাসির খানকে। ধৃত নাসির খানকে নিয়ে মঙ্গলবার মধ্যরাতেই ক্যানিংয়ে যান তদন্তকারীরা। সেখান থেকে আটক করা হয় আরও দু-জনকে৷ FIR-এ নাম থাকা ব্যক্তিদের এবং অজ্ঞাতপরিচয় কিছু জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ বা খুন, ৩৪ বা একসঙ্গে অপরাধ করা এবং ১২০ বি অর্থাৎ ষড়যন্ত্র-করার নির্দিষ্ট ধারায় মামলাও শুরু হয়েছে। তদন্তকারীদের বক্তব্য, ধৃত নাসির খান মণীশের উপর গুলিও চালিয়েছিলো৷ CID-র দাবি, খুনের আগে মণীশের উপর নজর রেখেছিলো এই নাসির খান-ই। ভাড়াটে খুনিদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনিই। নাসিরকে জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলেই মনে করছেন CID-র গোয়েন্দারা৷ প্রাথমিক তদন্তে CID-র ধারনা, মণীশ শুক্লা খুনে এই নাসির খানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

প্রসঙ্গত, মৃত মণীশ শুক্লার বাবা চন্দ্রমনি শুক্লা তাঁর ছেলের খুনের ঘটনায় মূল চক্রান্তকারী হিসেবে বারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাস ও টিটাগড় পুরসভার প্রশাসক প্রশান্ত চৌধুরি-সহ ৮ জনের বিরুদ্ধে টিটাগড় থানায় মঙ্গলবার লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুন:রাজ্যপালের অতিসক্রিয়তা বিজেপির গভীর রাজনৈতিক চক্রান্তের অঙ্গ! মণীশ খুনে বিস্ফোরক নির্মল

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version