হাথরাস কাণ্ডে রিপোর্ট পেশে সিটের সময় বাড়াল যোগী সরকার

উত্তরপ্রদেশের হাথরাসে দলিত কন্যার গণধর্ষণ ও খুনের তদন্তে নিযুক্ত বিশেষ তদন্তকারী দল বা সিটকে রিপোর্ট জমা দেওয়ার জন্য আরও ১০ দিন সময় বাড়াল যোগী সরকার। আজ বুধবারই তাদের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে তাদের এই সময় বৃদ্ধি করা হল। সিটের অনুসন্ধান পর্ব এখনও শেষ না হওয়ায় সময়সীমা বাড়ানো হল বলে জানা গিয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট জমা দেওয়ার জন্য সিট-কে আরও ১০ দিন সময় দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহে হাথরাসের দলিত কন্যার মৃত্যু হয়। ১৪ সেপ্টেম্বর তার গ্রামেরই চার উচ্চ বর্ণের যুবক নির্যাতিতাকে গণধর্ষণ ও ভয়ঙ্কর শারীরিক অত্যাচার চালায় বলে অভিযোগ। তার দুই সপ্তাহ পর মারা যায় নির্যাতিতা। শুরু থেকেই যোগী সরকার ও পুলিশের বিরুদ্ধে মামলাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছিল। আরও অভিযোগ, নির্যাতিতার মৃত্যুর পর ২৯ সেপ্টেম্বর রাত আড়াইটেয় পুলিশ জোর করে দেহ উঠিয়ে নিয়ে গিয়ে দায়সারাভাবে শেষকৃত্য সম্পন্ন করে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে।

মঙ্গলবার সিটের তিন সদস্য নির্যাতিতার গ্রাম, যে বাজরা ক্ষেতে তার উপর অত্যাচার হয়েছিল সেই এলাকা ও তার শেষকৃত্য স্থল ঘুরে দেখে। দলের সঙ্গে একজন ফরেন্সিক বিশেষজ্ঞও ছিলেন। তিনি সেই মাঠটি পরীক্ষা করে দেখেন, যেখানে নির্য়াতিতাকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল।

আরও পড়ুন-করোনার কারণে দিল্লিতে সর্বজনীন দুর্গাপুজোয় অনুমতি নয়