নয়া ৩৯টি রুটে ট্রেন চালানোর অনুমোদন রেল বোর্ডের

নতুন ৩৯ টি রুটে ট্রেন চালানোর অনুমোদন দিল রেল বোর্ড। রেলমন্ত্রক জানিয়েছে, দেশজুড়ে বিশেষ পরিষেবা হিসেবে এই ট্রেনগুলি চালু করা হবে। ২৬ টি রুটে স্লিপার ট্রেন চলবে। বাকি ১৩টি রুটের ট্রেনে থাকবে বসার ব্যবস্থা। এর মধ্যে পশ্চিমবঙ্গে ৫টি রুটে চলবে ট্রেন। মনে করা হচ্ছে আগামী সপ্তাহ থেকে নতুন ট্রেন এই বিশেষ ট্রেন চলবে দেশজুড়ে। সেগুলি হলো-

সেকেন্দ্রাবাদ- শালিমার এক্সপ্রেস ( সপ্তাহে একদিন)

সাঁতরাগাছি – চেন্নাই এক্সপ্রেস ( সপ্তাহে দুদিন)

হাওড়া- যশবন্তপুর এক্সপ্রেস ( সপ্তাহে একদিন)

হাওড়া- পুনে এসি দুরন্ত ( সপ্তাহে দুদিন)

হাওড়া- রাঁচি শতাব্দী এক্সপ্রেস ( রবিবার বাদে বাকি দিন)

 

নিউ নর্মাল পরিস্থিতিতে ধীরে ধীরে ঘুরছে রেলের চাকা। মঙ্গলবারই রেল বোর্ড জানিয়েছিল, পশ্চিমবঙ্গ থেকে ৭টি রুটের ট্রেন চালানো হবে। যার মধ্যে আছে দার্জিলিং মেল, গঙ্গাসাগর এক্সপ্রেস, তিস্তা তোর্সা এক্সপ্রেস, হিমগিরি এক্সপ্রেস এবং হাওড়া ও শিয়ালদহ থেকে রাজধানী এক্সপ্রেস। এর মধ্যে রাজধানী এক্সপ্রেস চলবে ১২ অক্টোবর থেকে।

আরও পড়ুন:ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে বাড়তি ৮৫৭৫ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের