Breaking: কেন্দ্রীয় মন্ত্রী ও এল জে পি নেতা রামবিলাস পাসোয়ান প্রয়াত

প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান। বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ৭৪ বছর বয়সে বৃহস্পতিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিক। এ দিন ছেলে চিরাগ পাসোয়ানই বাবার মৃত্যুর কথা প্রকাশ করেন।

আরও পড়ুন- এদিনও যথারীতি ‘নিখোঁজ’ শোভন- বৈশাখী? প্রশ্নের জোয়ার দলের অন্দরে

২০০০ সালে জনতা দল থেকে বেরিয়ে এসে লোক জনশক্তি পার্টি (এলজেপি) তৈরি করেন রামবিলাস পাসোয়ান। দীর্ঘ রাজনৈতিক জীবনে আট বার লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। রাজ্যসভার সাংসদ হয়েছেন দু’দফায়। মৃত্যুর আগে পর্যন্ত রাজ্য়সভার সাংসদই ছিলেন তিনি। কেন্দ্রীয়মন্ত্রীর প্রয়াণে ইতিমধ্যে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Previous articleএদিনও যথারীতি ‘নিখোঁজ’ শোভন- বৈশাখী? প্রশ্নের জোয়ার দলের অন্দরে
Next articleআমাদের বন্ধুত্ব মানতে পারেনি বলে পরিবারই খুন করেছে, দাবি হাথরসের অভিযুক্তের!