মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ, বাড়তে পারে হেঁশেলের খরচ

উৎসবের মরশুমে এবার পকেটে টান পড়তে পারে মধ্যবিত্তের। বাড়তে চলেছে হেঁশেলের খরচ। ব্যবসায়ী মহলের মতে খুব তাড়াতাড়ি বাড়তে পারে সরষের তেলের দাম।

ব্যবসায়ীদের একাংশের কথায়, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে ১ অক্টোবর থেকে বিশুদ্ধ সরষে তেল বিক্রি করতে হবে। আগের নিয়ম অনুযায়ী ২০ শতাংশ পর্যন্ত অন্য যেকোনো ভোজ্য তেল সরষের তেলের সঙ্গে মিশিয়ে বিক্রি করা যেত। নতুন নিয়ম লাগু হওয়ার পর তা করা যাচ্ছে না।

অর্থাৎ নতুন নিয়মের ফলে খাঁটি সরষের তেল পাওয়া যাবে। কিন্তু একই সঙ্গে বাড়তে পারে তেলের দাম। ব্যবসায়ীদের একাংশের মতে ৩০ টাকা বেশি দিয়ে তেল কিনতে হবে। অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের শুরুতেই বাড়তে পারে তেলের দাম। আর এতেই মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। অন্যদিকে, চলতি বছর তুলনায় সরষে চাষ কম হয়েছে। ফলে নতুন সরষে ক্ষেতে ওঠার পর যে তেলের দাম কমবে এমন সম্ভাবনাও নেই।

আরও পড়ুন:মেয়ে অন্তঃসত্ত্বা, পরিবারের সম্মান ‘বাঁচাতে’ কিশোরীকে খুন বাবার