অজ্ঞাত পরিচয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে মামলা পুলিশের। স্বতঃপ্রণোদিত মামলা করল পুলিশ। এদিন যুব মোর্চার নবান্ন অভিযানকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার কাণ্ড ঘটে কলকাতা ও হাওড়ার বিভিন্ন জায়গায়। নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের পুলিশ বাধা দিতে গেলে উল্টোদিক থেকে ইট-পাথর ধেয়ে আসে পুলিশের দিকে। আর সেই ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে দাবি পুলিশের।

তাঁদের মধ্যেই এক পুলিশ আহত পুলিশকর্মীর অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত বিজেপি কর্মীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে, নবান্ন অভিযানের নামে গন্ডগোল পাকানোর অভিযোগে হাওড়া এবং কলকাতা থেকে এখনও পর্যন্ত ১১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন-প্রকাশ্যে গণতন্ত্রের হত্যা, রাজনৈতিক ইতিহাসে কালো দিন: তেজস্বী
