প্রকাশ্যে গণতন্ত্রের হত্যা, রাজনৈতিক ইতিহাসে কালো দিন: তেজস্বী

দিনের আলোয় প্রকাশ্যে গণতন্ত্রকে হত্যা করছে রাজ্য সরকার। বিজেপির নবান্ন অভিযানে পুলিশের বাধা দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যর। তাঁর অভিযোগ, এটা রাজনৈতিক ইতিহাসের কালো দিন। অন্ধকারে সূর্যোদয় হবে বলে মন্তব্য করেন তেজস্বী।

বাংলায় বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে বলে অভিযোগ করেন যুবমোর্চার সর্বভারতীয় সভাপতি।
রাজ্যের যুব মোর্চার নেতা সৌমিত্র খাঁ বলেন, শান্তিপূর্ণ মিছিলের ডাক দিয়েছিল বিজেপি। কিন্তু পুলিশের মদতে শাসকদলের গুন্ডা বাহিনী মিছিলে হামলা চালিয়েছে বলে অভিযোগ তাঁর। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেন সৌমিত্র।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভে লাঠি চালিয়েছে পুলিশ। তাঁদের বহু নেতা-কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন-জেলা সফরে থেকে ফিরেই ভবানী ভবনে ডিজির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

Previous articleপাড়ুইয়ের বোমাবাজিতে অভিযুক্ত বিজেপির সংখ্যালঘু সেলের জেলা সভাপতির পুলিশ হেফাজত
Next articleনবান্ন অভিযান: অজ্ঞাত পরিচয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে মামলা পুলিশের