Tuesday, November 11, 2025

এদিনও যথারীতি ‘নিখোঁজ’ শোভন- বৈশাখী? প্রশ্নের জোয়ার দলের অন্দরে

Date:

দিল্লি এবং বাংলার ওজনদার সব নেতাকে বিজেপি যুব মোর্চার নবান্ন-অভিযানে দেখা গিয়েছে৷ কিন্তু ওই দু’জনকে কোনও ক্যামেরাতেই দেখা যায়নি৷

রাজনৈতিক মহল ধরেই নিয়েছে, দলের সব ধরনের নেতা-নেত্রীরা থাকলেও, বিজেপি’র ‘এত বড়’ কর্মসূচিও ঠাণ্ডা মাথায় এড়িয়ে গিয়েছেন শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় ৷ অথচ দিনকয়েক আগেও ঘটা করে বিজেপির একগাদা নেতার নাম উল্লেখ করে তাঁদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন এই জুটি৷ মুখেই থাকলো তথাকথিত ‘কৃতজ্ঞতা’,
কাজের সময় বিজেপি এবারও পেলো না শোভন-বৈশাখীকে৷ অথচ এনারা আনুষ্ঠানিকভাবে
বিজেপি ছেড়েছেন, এমন খবরও নেই৷

 

শোভন-বৈশাখী নবান্ন- অভিযানে যোগ না দেওয়ায় বিজেপির অন্দরেই এদিন প্রশ্নের জোয়ার৷ দলের একাধিক নেতা প্রশ্ন তুলেছেন,
দলের সদস্য হয়েও শোভন কেন এই কর্মসূচি এড়িয়ে গেলেন, তা জানতে এখনই তাঁকে ‘শো-কজ’ করুন দলের শীর্ষ নেতারা৷


দলের সম্মান জড়িত ছিলো যে কর্মসূচি ঘিরে, সেখানেও যারা গরহাজির থাকেন, তাঁরা আদৌ দলের প্রতি দায়বদ্ধ নন৷ তাহলে শোভন-বৈশাখীকে দল এত ‘নম্বর’ দিচ্ছে কেন ? দল বহুদিন আগে থেকেই নিষ্ক্রিয় সদস্যদের ঝাড়াই-বাছাই শুরু করেছে৷ ঝাড়াই-কর্মসূচির আওতায় কেন আসছেন না এই দু’জন? প্রশ্ন উঠেছে, শোভনকে কী দলের নেতারা ‘অরণ্যদেব’ ভাবেন, যে নির্বাচনের সময় পিছন থেকে দলকে সাফল্য এনে দেবেন ? শোভনের থেকে ঢের অভিজ্ঞ নেতা বিজেপিতে আছেন, তাহলে এদের দায় কেন বহন করছে দল ?


এদিন যে চড়া সুরে দলের অন্দরে শোভন-বৈশাখীর সমালোচনা হয়েছে, তাতে জনাকয়েক নেতা এদের আর কতদিন ‘প্রোটেকশন’ দিতে পারেন, সেটাই এখন দেখার৷ এমনই বলছেন দলের একাংশ৷

আরও পড়ুন- সাহিত্যে নোবেল পেলেন আমেরিকান কবি লুইস গ্লাক

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version