Sunday, November 9, 2025

এদিনও যথারীতি ‘নিখোঁজ’ শোভন- বৈশাখী? প্রশ্নের জোয়ার দলের অন্দরে

Date:

দিল্লি এবং বাংলার ওজনদার সব নেতাকে বিজেপি যুব মোর্চার নবান্ন-অভিযানে দেখা গিয়েছে৷ কিন্তু ওই দু’জনকে কোনও ক্যামেরাতেই দেখা যায়নি৷

রাজনৈতিক মহল ধরেই নিয়েছে, দলের সব ধরনের নেতা-নেত্রীরা থাকলেও, বিজেপি’র ‘এত বড়’ কর্মসূচিও ঠাণ্ডা মাথায় এড়িয়ে গিয়েছেন শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় ৷ অথচ দিনকয়েক আগেও ঘটা করে বিজেপির একগাদা নেতার নাম উল্লেখ করে তাঁদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন এই জুটি৷ মুখেই থাকলো তথাকথিত ‘কৃতজ্ঞতা’,
কাজের সময় বিজেপি এবারও পেলো না শোভন-বৈশাখীকে৷ অথচ এনারা আনুষ্ঠানিকভাবে
বিজেপি ছেড়েছেন, এমন খবরও নেই৷

 

শোভন-বৈশাখী নবান্ন- অভিযানে যোগ না দেওয়ায় বিজেপির অন্দরেই এদিন প্রশ্নের জোয়ার৷ দলের একাধিক নেতা প্রশ্ন তুলেছেন,
দলের সদস্য হয়েও শোভন কেন এই কর্মসূচি এড়িয়ে গেলেন, তা জানতে এখনই তাঁকে ‘শো-কজ’ করুন দলের শীর্ষ নেতারা৷


দলের সম্মান জড়িত ছিলো যে কর্মসূচি ঘিরে, সেখানেও যারা গরহাজির থাকেন, তাঁরা আদৌ দলের প্রতি দায়বদ্ধ নন৷ তাহলে শোভন-বৈশাখীকে দল এত ‘নম্বর’ দিচ্ছে কেন ? দল বহুদিন আগে থেকেই নিষ্ক্রিয় সদস্যদের ঝাড়াই-বাছাই শুরু করেছে৷ ঝাড়াই-কর্মসূচির আওতায় কেন আসছেন না এই দু’জন? প্রশ্ন উঠেছে, শোভনকে কী দলের নেতারা ‘অরণ্যদেব’ ভাবেন, যে নির্বাচনের সময় পিছন থেকে দলকে সাফল্য এনে দেবেন ? শোভনের থেকে ঢের অভিজ্ঞ নেতা বিজেপিতে আছেন, তাহলে এদের দায় কেন বহন করছে দল ?


এদিন যে চড়া সুরে দলের অন্দরে শোভন-বৈশাখীর সমালোচনা হয়েছে, তাতে জনাকয়েক নেতা এদের আর কতদিন ‘প্রোটেকশন’ দিতে পারেন, সেটাই এখন দেখার৷ এমনই বলছেন দলের একাংশ৷

আরও পড়ুন- সাহিত্যে নোবেল পেলেন আমেরিকান কবি লুইস গ্লাক

Related articles

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...
Exit mobile version