পুরনো শত্রুতার জের! মণীশ খুনে এবার ধৃত সুবোধ

টিটাগড়ে বিজেপি নেতা মণীশ শুক্লার খুনের ঘটনায় গ্রেফতার আরেক অভিযুক্ত। ধৃতের নাম সুবোধ রায়। পুরনো শত্রুতার জেরে সুবোধ বিজেপি নেতার উপর হামলা চালায় বলে প্রাথমিক তদন্তে অনুমান। বৃহস্পতিবার, মেডিক্যাল টেস্টের পর ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। সুবোধ রায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারা এবং অস্ত্র আইনের ২৫/২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে ১২ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে বারাকপুর আদালত।

আরও পড়ুন- সব্যসাচীর মা ও নিরুপম সেনের স্মরণে ১৯০তম দিনে যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিন

এর আগেও মণীশ শুক্লাকে সুবোধ রায় খুন করার পরিকল্পনা করেছিলেন বলে পুলিশ সূত্রে খবর। বিজেপি নেতার খুনে ইতিমধ্যেই মহম্মদ খুররম, গুলাব শেখকে গ্রেফতার করেছে সিআইডি। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র কার্বাইনের খোঁজ মিলেছে। 25 থেকে 26 রাউন্ড গুলিও পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।