Sunday, August 24, 2025

সব্যসাচীর মা ও নিরুপম সেনের স্মরণে ১৯০তম দিনে যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিন

Date:

যেমন কথা তেমন কাজ! করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউন পর্ব ও আমফান পরবর্তী বাংলায় দুর্গত মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য জন্ম হয়েছিল সিপিএম তথা বামেদের শ্রমজীবী ক্যান্টিন। যা আজ বাংলার বুকে মডেল। বামেদের এই রান্নাঘর প্রমাণ করে বাংলাকে পথ দেখায় যাদবপুর। মাত্র ২০ টাকায় আমিষ-নিরামিষ পদে ভরপেট খাবার।

বাংলার বুকে এখন এই ধরণের ক্যান্টিনের ছড়াছড়ি। কিন্তু তার মাঝেও এগিয়ে যাদবপুর। এগিয়ে যাদবপুরে বামেদের শ্রমজীবী ক্যান্টিন। আজ, ৮ অক্টোবর বৃহস্পতিবার ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে যাদবপুরের রান্নাঘর ১৯০ দিনে পড়লো। যা যাদবপুর রান্নাঘরের ক্ষেত্রে এক বিশেষ ও স্মরণীয় দিন। এদিন একই সঙ্গে প্রয়াত দুই ব্যক্তিত্বকে স্মরণ করলো যাদবপুরের বামেরা। মাধ্যম সেই শ্রমজীবী ক্যান্টিন।

আরও পড়ুন- এদিনও যথারীতি ‘নিখোঁজ’ শোভন- বৈশাখী? প্রশ্নের জোয়ার দলের অন্দরে

বামপন্থী মনোভাবাপন্ন টলিউডের প্রখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর মা তথা প্রখ্যাত অভিনেত্রী মণিকা চক্রবর্তীর আজ মৃত্যুবার্ষিকী। এই দিনেই আবার রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী তথা সিপিএম নেত নিরুপম সেনের ৭৪ তম জন্মদিন।

এদিন তাই সকাল থেকেই সাজো-সাজো রব ছিল যাদবপুরের রান্নাঘরে। বামেদের নতুন প্রজন্মের স্বেচ্ছাসেবকরা ভোর ভোর চলে আসেন রান্নাঘরে। এরপর দুপুর সাড়ে এগারোটা নাগাদ একসাথেই এসে পৌঁছান সব্যসাচী চক্রবর্তী, মিঠু চক্রবর্তী, প্রয়াত নিরুপম সেনের স্ত্রী চন্দ্রাবলী সেন, মেয়ে শ্রেয়া সেন, পার্থপ্রতিম বিশ্বাস, সত্যজিৎ চক্রবর্তী-সহ নিরুপম সেনের পরিবারের বাকি সদস্যরা।

আরও পড়ুন- গোর্খাল্যান্ড : অনেক বিজেপি নেতার মুখেই যেন সেলোটেপ

এই বিশেষ দিনে যাদবপুরে বামেদের রান্নাঘরের মেন্যু ছিলো-

ফ্রায়েড রাইস
চিকেন কোর্মা,
দুই ধরণের মিষ্টি
চিত্রকূট ও ক্ষীর চমচম

এর মাঝেই এসে হাজির ‘ট্যাঁশছানা’। আজ তার জন্মদিন।
বাইরের মাইকে “We Shall Overcome” গেয়ে শোনালো ক্ষুদে গায়ক। ক্যান্টিনের ভেতরে ঢুকে কেক কাটা। জন্মদিন পালন। ইত্যাদি ইত্যাদি। সব মিলিয়ে ১৯০তম দিনে হইহই করে পা রাখলো যাদবপুরে সিপিএম নেতা সুদীপ সেনগুপ্তদের রান্নাঘর।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version