Saturday, January 10, 2026

‘ধন্যবাদ মুখ্যমন্ত্রী’, এই হোর্ডিংয়েই ছয়লাপ হবে বাংলা

Date:

Share post:

সুপর্ণা দে : ‘ধন্যবাদ মুখ্যমন্ত্রী’, ঠিক এই হোর্ডিংয়েই ছয়লাপ হতে চলেছে সারা বাংলা। একরকম ‘কল্পতরু’ হয়েই পুজো কমিটিগুলির পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা-লকডাউনের আবহে এবছর কোনোক্রমে পুজো সারতে চেয়েছিলো রাজ্য ও শহরের পুজো সংগঠনগুলি।

কেউ কেউ ভেবেছিল পুজোটা একরকম ছোট করেই করবেন। আবার কোনও সংগঠন ভেবেছিল শুধুই ঘট পুজোর কথা। কেউ তো ঢাকি না আনার সিদ্ধান্তই নিয়েছিল। কেউ আবার তিনটির জায়গায় একটি ঢাকির কথা ভেবেছিল। যেখানে দুর্গাপুজো তৃতীয়া থেকে শুরু হয় তারা ভেবেছিল ঠাকুর অষ্টমীতে নিয়ে এসে পুজো শুরু করার কথা।

কিন্তু সেই আক্ষেপ মানুষের মনে ‘ঠাঁই’ দিচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী। আসন্ন শারদোৎসবে সমস্ত পুজো কমিটিগুলিকে ৫০,০০০ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য উপকৃত হয়েছে পুজো কমিটিগুলি। গত বছরও পুজো কমিটিগুলিকে অনুদান হিসেবে ২০,০০০ টাকা দিয়েছিলেন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে এবছর করোনার কারণে চরম আর্থিক সঙ্কটের মধ্যেও হাত গুটিয়ে নেননি তিনি। বরং অনুদানের টাকার অঙ্কটা বাড়িয়েই দিয়েছেন।

কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করলছিলেন ফোরাম ফর দুর্গোৎসব কমিটির যুগ্ম-সম্পাদক শাশ্বত বসু। আর এবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য পুজো কমিটিগুলি নিজেদের এলাকায় দুটো থেকে চারটে করে হোর্ডিং লাগাতে চলেছে। সেই হোর্ডিংয়ে লেখা থাকবে ‘ধন্যবাদ মুখ্যমন্ত্রী’। তার জেরেই এবার শারদোৎসবে রাজ্য ও শহরে ‘ধন্যবাদ মুখ্যমন্ত্রী’ লেখা হোর্ডিংয়ে ছয়লাপ হতে চলেছে। সঙ্গে পুজো কমটিগুলি এও জানিয়েছে, ২০১০ সাল পর্যন্ত কেউ এভাবে পাশে দাঁড়ায়নি।

গত ২৪ সেপ্টেম্বর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির জন্য ৫০,০০০ টাকা অনুদান ছাড়াও দমকল ও অন্যান্য কর মকুব করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ খরচের শুধুমাত্র ৫০ শতাংশ দিতে হবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : কনক দুর্গা মন্দিরের সংস্কারে কোটি বরাদ্দ মুখ্যমন্ত্রীর, ঘুরে দেখলেন মন্দির

 

 

spot_img

Related articles

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...