Thursday, December 18, 2025

‘ধন্যবাদ মুখ্যমন্ত্রী’, এই হোর্ডিংয়েই ছয়লাপ হবে বাংলা

Date:

Share post:

সুপর্ণা দে : ‘ধন্যবাদ মুখ্যমন্ত্রী’, ঠিক এই হোর্ডিংয়েই ছয়লাপ হতে চলেছে সারা বাংলা। একরকম ‘কল্পতরু’ হয়েই পুজো কমিটিগুলির পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা-লকডাউনের আবহে এবছর কোনোক্রমে পুজো সারতে চেয়েছিলো রাজ্য ও শহরের পুজো সংগঠনগুলি।

কেউ কেউ ভেবেছিল পুজোটা একরকম ছোট করেই করবেন। আবার কোনও সংগঠন ভেবেছিল শুধুই ঘট পুজোর কথা। কেউ তো ঢাকি না আনার সিদ্ধান্তই নিয়েছিল। কেউ আবার তিনটির জায়গায় একটি ঢাকির কথা ভেবেছিল। যেখানে দুর্গাপুজো তৃতীয়া থেকে শুরু হয় তারা ভেবেছিল ঠাকুর অষ্টমীতে নিয়ে এসে পুজো শুরু করার কথা।

কিন্তু সেই আক্ষেপ মানুষের মনে ‘ঠাঁই’ দিচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী। আসন্ন শারদোৎসবে সমস্ত পুজো কমিটিগুলিকে ৫০,০০০ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য উপকৃত হয়েছে পুজো কমিটিগুলি। গত বছরও পুজো কমিটিগুলিকে অনুদান হিসেবে ২০,০০০ টাকা দিয়েছিলেন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে এবছর করোনার কারণে চরম আর্থিক সঙ্কটের মধ্যেও হাত গুটিয়ে নেননি তিনি। বরং অনুদানের টাকার অঙ্কটা বাড়িয়েই দিয়েছেন।

কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করলছিলেন ফোরাম ফর দুর্গোৎসব কমিটির যুগ্ম-সম্পাদক শাশ্বত বসু। আর এবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য পুজো কমিটিগুলি নিজেদের এলাকায় দুটো থেকে চারটে করে হোর্ডিং লাগাতে চলেছে। সেই হোর্ডিংয়ে লেখা থাকবে ‘ধন্যবাদ মুখ্যমন্ত্রী’। তার জেরেই এবার শারদোৎসবে রাজ্য ও শহরে ‘ধন্যবাদ মুখ্যমন্ত্রী’ লেখা হোর্ডিংয়ে ছয়লাপ হতে চলেছে। সঙ্গে পুজো কমটিগুলি এও জানিয়েছে, ২০১০ সাল পর্যন্ত কেউ এভাবে পাশে দাঁড়ায়নি।

গত ২৪ সেপ্টেম্বর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির জন্য ৫০,০০০ টাকা অনুদান ছাড়াও দমকল ও অন্যান্য কর মকুব করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ খরচের শুধুমাত্র ৫০ শতাংশ দিতে হবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : কনক দুর্গা মন্দিরের সংস্কারে কোটি বরাদ্দ মুখ্যমন্ত্রীর, ঘুরে দেখলেন মন্দির

 

 

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...