Monday, August 25, 2025

”আমি দলিতের মা”, হাথরাসকাণ্ডের প্রতিবাদে মহিলা তৃণমূলের মিছিলে ব্যাপক সাড়া

Date:

যোগী রাজ্য উত্তর প্রদেশে হাথরাসকাণ্ড নিয়ে এখন উত্তপ্ত দেশ। যেখানে ১৯ বছরের এক তরুণীর ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে আলোড়ন দেশজুড়ে। যার আঁচ পড়েছে এ রাজ্যেও।

হাথরাসে মৃতার বাড়ি যাওয়ার পথে ডেরেক ও’ব্রায়ান-সহ তৃণমূল সাংসদের পথ আটকে ছিল যোগী রাজ্যের পুলিশ।

তারপর কলকাতার রাজ পথে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী বিশাল এক প্রতিবাদ মিছিল করেছিলেন।

কিন্তু রাজনৈতিক ভাবে হাথরাস ইস্যু যাতে টাটকা থাকে, তার জন্য তৃণমূলের লাগাতার আন্দোলন অব্যাহত। আজ, বৃহস্পতিবার ফের রাজপথে মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিল। যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু হল মিছিল। যা শেষ হয় গোলপার্কে। এই বিশাল প্রতিবাদ মিছিলে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়-সহ শাসক দলের মহিলা সংগঠনের প্রথম সারির নেত্রী ও মহিলা কর্মীরা।

এই মিছিল থেকেই বিজেপির নবান্ন অভিযানের কড়া নিন্দা করেছেন তৃণমূল মহিলা সংগঠনের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি অভিযোগ করেছেন, বিজেপি এমন একটা রাজনৈতিক দল যার মিছিল থেকে বোমাবাজি হয়। আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। তার থেকেই বোঝা যায় কোন উদ্দেশ্য নিয়ে তারা মিছিল করছিলেন। চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, বাংলায় এসব করে বিজেপি কিছু করতে পারবে না।

অন্যদিকে, বিজেপিকে সন্ত্রাসবাদীদের দল বলে আক্রমণ শানিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি অভিযোগ করে বলেন, বিজেপি বাংলাকে অশান্ত করতে চাইছে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version