Sunday, November 2, 2025

টিআরপি জালিয়াতিতে নয়া মোড়: এফআইআর-এ নেই রিপাবলিকের নাম!

Date:

নয়া মোড় টিআরপি জালিয়াতি কাণ্ডে। মুম্বই পুলিশ যাই দাবি করুক না কেন, এফআইআর-এ নাকি নাম নেই রিপাবলিক টিভির। বৃহস্পতিবার, মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং সাংবাদিক বৈঠক করে জানান টেলিভিশন রেটিংয়ে জালিয়াতিতে জড়িত সর্বভারতীয় নিউজ চ্যানেল রিপাবলিক টিভি। এই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দেন অর্ণব গোস্বামী। কিন্তু এই অভিযোগের পরেই কাহানিতে টুইস্ট। রিপাবলিক টিভির বদলে না কি উঠে আসছে ইন্ডিয়া টুডে টিভির নাম।

এফআইআর-এর একটি অনুলিপি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, অভিযোগে কোথাও রিপাবলিক টিভি-র কথা উল্লেখ নেই। বরং এফআইআর মুম্বইয়ের পুলিশ কমিশনারের বিপরীত কথা বলছে।

মুম্বই পুলিশের অভিযোগ, একটি টিআরপি জালিয়াতি চক্রের সন্ধান পাওয়া গিয়েছে। তাদের গ্রেফতার করে জানা গিয়েছে, টিআরপিতে কারচুপির ঘটানোর জন্য রিপাবলিক টিভি এবং মুম্বইয়ের স্থানীয় দুটি চ্যানেল বার্ক-এর মনিটরিং সংস্থার কর্মীদের কাজে লাগানো হত। কয়েকটি বাড়ির সদস্যদের ঘুস দিয়ে নির্দিষ্ট চ্যানেল চালাতে বলা হত বলেও অভিযোগ।

সাংবাদিক বৈঠকে এ কথা বলা হলেও এফআইআর অনুযায়ী, ইন্ডিয়া টুডে চ্যানেল-এর পক্ষ থেকেই বার্ক-এর কর্মীদের ঘুস দিয়ে রেটিংয়ে জালিয়াতি করা হত।

রিপাবলিক টিভি-র পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খণ্ডন করে উল্টে পরমবীর সিং-এর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অর্ণব গোস্বামী জানান, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত ও পালঘরে সাধু হত্যার ঘটনায় তদন্ত নিয়ে পরমবীর সিং-কে জিজ্ঞাসাবাদ করার জন্যই তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন তিনি। পরমবীর সিং-এর বিরুদ্ধে মানহানির মামলা করারও হুমকি দিয়েছে রিপাবলিক টিভি চ্যানেল কর্তৃপক্ষ। তবে ইন্ডিয়া টুডের নাম এফআইআরের থাকার কথা জানা গেলেও, এই বিষয়ে তাদের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন-টিআরপি-তে কারচুপির অভিযোগ রিপাবলিক টিভির বিরুদ্ধে, তদন্তে মুম্বই পুলিশ

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version