Thursday, August 21, 2025

পরপর মৃদু ও মাঝারি ভূমিকম্পে কাঁপল ভারতের উত্তর ও উত্তর-পূর্ব রাজ্যগুলি

Date:

ফের ভূমিকম্প অনুভূত হল ভারতের উত্তর ও উত্তর-পূর্ব রাজ্যগুলিতে। শুক্রবার একসঙ্গে কেঁপে ওঠে হিমাচল প্রদেশে, মণিপুর ও অরুণাচল প্রদেশ। তবে ভূমিকম্পের মাত্রা কম থাকায় কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

শুক্রবার ভোরে প্রথম কম্পন অনুভূত হয় হিমাচল প্রদেশের লাহৌল এবং স্পিতিতে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৩। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, লাহৌল ও স্পিতিতে একবার নয়, পর পর চারবার কেঁপে উঠেছে। ভোররাত ২.২৮ মিনিট থেকে ২.৪৪ মিনিট পর্যন্ত ওই এলাকায় ২.১, ২.৪, ২.৫ ও ৩.৩ মাত্রায় কম্পন হয়েছে। হিমাচল প্রদেশের ধরমশালা থেকে ৬৭ কিলোমিটার উত্তর-উত্তর পূর্বে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে ছিল।

হিমাচল প্রদেশের পরে অরুণাচল প্রদেশে ভূমিকম্প হয়। ভোর ৩.১২ মিনিটে কেঁপে ওঠে উখরুল থেকে ৩৪ কিলোমিটার দক্ষিণে অরুনাচল প্রদেশের কামজং জেলা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪। ভূমিকম্পের উত্‍সস্থল ছিল মাটি থেকে ১০ কিমি গভীরে। এদিকে, সকাল ৮.২৮ মিনিট নাগাদ আবার ভূকম্পন অনুভূত হয় অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.০।

আরও পড়ুন : পাক সহায়তায় অধিকৃত কাশ্মীরে মিসাইল মোতায়েন চিনের

প্রসঙ্গত, বিভিন্ন সংস্থা থেকে প্রাপ্ত বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে ভারতকে চারটি সিসমিক জোনে ভাগ করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বিপদজনক জোন হচ্ছে ৫। এই জোনের আওতায় পড়ছে হিমাচল প্রদেশ।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে ঘন ঘন ভূকম্প হচ্ছে। মণিপুর এবং অরুণাচল প্রদেশে গত কয়েক মাসে একাধিকবার ভূকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির রিপোর্ট অনুযায়ী, মণিপুরে গত ১১ মে, ২৫ মে, ২৮ জুন, ৭ আগস্ট, ১১ অগাস্ট এবং ৩১ আগস্ট ভূমিকম্প হয়েছে। তেমনি অরুণাচল প্রদেশে গত ৭ এপ্রিল, ১৭ এপ্রিল, ১৭ মে, ৩০ জুলাই এবং ১২ আগস্ট ভূমিকম্প হয়েছে। এছাড়া, মিজোরাম এবং অসমেও একাধিকবার ভূমিকম্প হয়েছে। এত ঘনঘন ভূমিকম্প চিন্তার ভাঁজ ফেলেছে বিশেষজ্ঞদের কপালে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version