মোদির প্রশংসা-রাজ্যের নিন্দা, নিরপেক্ষ রাজ্যপাল?

জয়িতা মৌলিক : আলিপুরদুয়ারে ঝটিকা সফরে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ করতে পিছপা হলেন না রাজ্যপাল জগদীপ ধনকড়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের তিনি সরকারি আধিকারিকদের বিরুদ্ধে তোপ দাগলেন। রাজ্যপালের দাবি, পুলিশ-প্রশাসনের সরকারি আধিকারিকদের সব সময় রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকা উচিত। কিন্তু প্রশ্ন উঠছে, যে দেশে সরকারি কর্মচারীদের সংগঠন বৈধ। সেখানে তাঁরা রাজনৈতিক মতাদর্শ থেকে আলাদা থাকবেন কী করে? কোনও একটি রাজনৈতিক দলের প্রভাব তো থাকবেই।

রাজনৈতিক মহলের মতে, বারবারই রাজ্যের পুলিশ-প্রশাসনকে শাসকদলের অঙ্গুলিহেলনে চলার অভিযোগে দোষী সাব্যস্ত করেন রাজ্যপাল। সেই বিষয়েই এদিন তিনি এই মন্তব্য করেন বলে মত অনেকের।

তবে, এর পাশাপাশি শহিদ বিপুল রায়ের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন জগদীপ ধনকড়। তাঁর মতে, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা হলেন মোদি। তাঁর নেতৃত্বে দেশ সঠিক পথেই এগোচ্ছে। তিনি বলেন, ভারত বদলাচ্ছে, সঠিকপথেই বদলাচ্ছে। ভারতের প্রচীন গৌরব ফিরে আসছে।

একদিকে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রধানমন্ত্রীর অকুণ্ঠ প্রশংসা ফের রাজ্যপালের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিল।

আরও পড়ুন-দিলীপ-মুকুল-কৈলাশ-লকেটদের বিরুদ্ধে আইন ভাঙায় মামলা পুলিশের