Monday, November 10, 2025

ফের বেলাগাম অনুব্রত: দলের মন্ত্রীকেই বললেন ‘অপদার্থ’

Date:

বিধানসভা ভোটের আগে দলের সংগঠন সাজাতে বীরভূম জুড়ে কর্মিসভা করছেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আর সেই সভায় তাঁর মন্তব্য ঘিরে প্রায় প্রতিদিনই বিতর্ক ছড়াচ্ছে। তবে, এবার সব সীমা ছাড়ালেন কেষ্টদা; তৃণমূলের মন্ত্রীকেই বলে বসলেন ‘অপদার্থ’।

এদিন, রামপুরহাটের কর্মিসভায় তৃণমূলের এক স্থানীয় নেতাকে হারের কারণ জিজ্ঞাসা করেন জেলা সভাপতি। তিনি বলেন, “এলাকার উন্নয়ন হয়নি, রাস্তা হয়নি- তাই হেরেছি”। তখনই তাঁকে ধমক দিয়ে থামিয়ে দেন অনুব্রত মণ্ডল। বলেন, মাইকে কিছু না বলে যা বলার তা তাঁকে লিখিত দিতে। কারণ, পূর্ব অভিজ্ঞতা থেকে তিনি জানেন, এই সমস্ত কর্মিসভার ভিডিও ফুটেজ বাইরে চলে যায় এবং তখন তা নিয়ে বিতর্কের ঝড় ওঠে। সেই কারণেই লিখিত আকারে অভিযোগ জমা দিতে বলেন তৃণমূলের জেলা সভাপতি। কিন্তু তারপরে ফের হারের কারণ জিজ্ঞাসা করলে স্থানীয় নেতা বলেন, স্থানীয় মন্ত্রী তাঁর অভিযোগ শোনেননি, রাস্তার টাকা পাওয়া যায়নি। এরপরেই মেজাজ হারান অনুব্রত মণ্ডল। পরিষ্কার নাম করে রাজ্যের মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়কে ‘অপদার্থ’ বলেন তিনি। অনুব্রত মণ্ডলের কথায়, এই সব মন্ত্রীর অপদার্থতার জন্যেই উন্নয়ন করেও ভোট পাওয়া যায় না। এক্ষেত্রে মন্ত্রী যাই বলুন না কেন স্থানীয় প্রধান এবং নেতার কথার উপরে বেশি ভরসা রাখছেন অনুব্রত মণ্ডল।

তবে, এ বিষয়ে পরে আশিস বন্দোপাধ্যায়কে কিছু জিজ্ঞাসা করলে তিনি এ কথা সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, জেলা সভাপতির সঙ্গে তাঁর সম্পর্ক ‘দাদা-ভাই’য়ের মতো। এখানে এই ধরনের কোনো কথা হতেই পারে না। জেলার বিজেপি নেতৃত্ব বিষয়টিকে তৃণমূলের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে মিলিয়ে গিয়েছেন। তবে, দলীয় মন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্য কর্মিসভায় এধরনের মন্তব্য তৃণমূল নেতৃত্বকে অস্বস্তিতে ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-মোদির প্রশংসা-রাজ্যের নিন্দা, নিরপেক্ষ রাজ্যপাল?

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version