দিল্লির নেতারা কূটকাচালিতে ব্যস্ত, দিলীপ লড়ছেন মাঠে-ময়দানে

বাংলায় দলের কেন্দ্রীয় নেতৃত্ব যখন মণীশ শুক্লার মৃত্যুর কূটকাচালি নিয়ে ব্যস্ত, তখন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ব্যস্ত জেলা সফরে। ঝড় তুলছেন দলীয় কর্মী সমর্থকদের মনে। শনিবার বর্ধমান জেলা অফিসে দলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন। গেলেন মেমারির সাহাপুরে। যাওয়ার পথে কয়েকজনের গো ব্যাক ধ্বনিও শুনলেও বিশাল জমায়েতে তা কার্যত উপেক্ষা করলেন দিলীপ ঘোষের চিরাচরিত মেজাজে।

জৌগ্রামের পথে দিলীপের কনভয় যখন এগোচ্ছে, তখনই এদিন সামান্য উত্তজনা। কনভয়ের পথ অবরোধ করে সমস্যা তৈরির চেষ্টা। বিজেপি সভাপতি রাস্তার ধারে নেমে চায়ের দোকানে বসেন। হঠাৎই কিছু উত্তেজনা তৈরির চেষ্টা। পাল্টা বিজেপি সমর্থকরাও তেড়ে যায় উত্তেজনা তৈরি হয়। তবে পুলিশ অবস্থা সামাল দেয়। বিজেপির দাবি, পিছনে তৃণমূল। আর তৃণমূলের এলাকার মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, এসব কাজ তৃণমূল করে না। এটা বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফল।

আরও পড়ুন- ঘাটালের সভা থেকে শাসকদলের বিরুদ্ধে সুর চড়লেন লকেট

বর্ধমানের পথসভায় লোক সমাগম ছিল চোখে পড়ার মতো। দিলীপ বলেন, পুলিশ আর গুণ্ডা দিয়ে বিজেপিকে আটকানো যাবে না। রাজ্যে গণতন্ত্র ফিরবে, বিজেপি জিতেই ফিরবে।

Previous articleঘাটালের সভা থেকে শাসকদলের বিরুদ্ধে সুর চড়লেন লকেট
Next articleবিশ্ববাংলা শারদ সম্মান ২০২০: নয়া চমক ”সেরা কোভিড সচেতন পুজো”