ঘাটালের সভা থেকে শাসকদলের বিরুদ্ধে সুর চড়লেন লকেট

ঘাটালের দলীয় থেকে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শনিবার, তিনি আশা প্রকাশ করেন, আগামী বিধানসভা নির্বাচনে তাঁরাই ক্ষমতায় আসবেন। বিজেপি ক্ষমতায় এলে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলেও এদিন প্রতিশ্রুতি দেন বিজেপি সাংসদ।

বিজেপির নবান্ন অভিযানের দিন স্যানিটাইজেশনের কারণে প্রশাসনিক ভবন বন্ধ করে দেওয়ার ঘটনাকে কটাক্ষ করেন লকেট। একই সঙ্গে এলাকায় উন্নয়ন না হওয়ার অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে করে দেন তিনি।

পরে সাংবাদিকের প্রশ্নের জবাবে গণধর্ষণের প্রসঙ্গে বলেন, উত্তরপ্রদেশ সরকার সিট গঠন করে সঠিক পথেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। উত্তরপ্রদেশের ঘটনার সমালোচনা ছেড়ে রাজ্যের আদিবাসীদের দিকে শাসকদলকে নজর দেওয়ার পরামর্শ দেন লকেট।

আরও পড়ুন- অনুব্রতর ভোল বদল: আগের দিন ভর্ৎসনা, পরের দিন প্রার্থী ঘোষণা

Previous articleকৃষক বিরোধী টুইট, কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ কর্ণাটকের এক আদালতের
Next articleদিল্লির নেতারা কূটকাচালিতে ব্যস্ত, দিলীপ লড়ছেন মাঠে-ময়দানে