অনুব্রতর ভোল বদল: আগের দিন ভর্ৎসনা, পরের দিন প্রার্থী ঘোষণা

আগের দিন ভর্ৎসনা, পরের দিন প্রার্থী ঘোষণা- 24 ঘণ্টার মধ্যেই ভোলবদল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের। একদিন আগেই একই মঞ্চে ‘অপদার্থ’ বলে ভর্ৎসনা করেছিলেন রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দোপাধ্যায়কে। আর শনিবার তাঁকে আগামী বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রের প্রার্থী হিসেবে আগাম ঘোষণা করে দিলেন তিনি।

বিধানসভা নির্বাচন এখন বেশ কয়েক মাস দেরি। যদিও বীরভূম জেলায় তাদের সাংগঠনিক কর্মসূচি বুথ ভিত্তিক কর্মিসভা অনেক আগেই শুরু করে দিয়েছে তৃণমূল। কোন বিধানসভা কেন্দ্রে কে প্রার্থী হবে তা নিয়ে তৃণমূলের অন্দরে আলোচনা-পর্যালোচনা বাকি। তার আগেই বিতর্ক বাড়িয়ে রামপুরহাট বিধানসভা কেন্দ্রে আগাম প্রার্থী হিসাবে আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করে দিলেন অনুব্রত মণ্ডল। শনিবার রামপুরহাট বিধানসভার রামপুরহাট এক ব্লকের বুধ ভিত্তিক কর্মী সম্মেলন থেকে এই ঘোষণা করেন। যদিও বীরভূম জেলার এগারটি বিধানসভার প্রার্থীকে হবেন তা নিয়ে শেষ কথা জেলা তৃণমূল সভাপতিই। কিন্তু এলাকার উন্নয়ন না হওয়ায় যে আশিস বন্দ্যোপাধ্যায়কে আগের দিন ‘অপদার্থ’ বলে ভর্ৎসনা করেন অনুব্রত, পরেরদিন তাককেই ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী’ বলে কীভাবে ঘোষণা করলেন এই নিয়ে অবশ্য মুখে কুলুপ রাজ্য নেতৃত্বের।

আরও পড়ুন- কুলগাওতে সেনার হাতে খতম দুই জঙ্গি

Previous articleকুলগাওতে সেনার হাতে খতম দুই জঙ্গি
Next articleক্যাপ্টেনে ক্যাপ্টেনে টক্কর, নারিনের শেষ বলে বাজিমাত নাইটদের