কুলগাওতে সেনার হাতে খতম দুই জঙ্গি

জম্মু ও কাশ্মীরের কুলগাওতে সেনা-জঙ্গি সংঘর্ষে মৃত্যু হল দুই জঙ্গির। শুক্রবার রাত থেকেই ওই এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে এখনও পর্যন্ত নিকেশ হয়েছে দুই জঙ্গি। এখনও সেখানে গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে। নির্দিষ্ট সূত্রে এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান শুরু করে পুলিশ ও সেনার মিলিত বাহিনী। পুলিশ ও সেনার উপস্থিতির খবর পেয়েই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনা ও জম্মু ও কাশ্মীর পুলিশ। লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করতে ফ্ল্যাশলাইটও ব্যবহার করে যৌথ বাহিনী।

পুলিশের তরফে জানানো হয়েছে, সংঘর্ষ স্থলে পড়ে রয়েছে ২ জঙ্গির দেহ। এনকাউন্টার চলতে থাকায় এখনও তা উদ্ধার করা যায়নি। পুলিশ ও সেনার যৌথ বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে। লুকিয়ে থাকা জঙ্গিরা এখনও চোরাগোপ্তা গুলি চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন-সেনাদের যাতায়াতে বুলেটপ্রুফ ট্রাক নেই কেন? কেন্দ্রকে প্রশ্ন রাহুলের

Previous articleসেনাদের যাতায়াতে বুলেটপ্রুফ ট্রাক নেই কেন? কেন্দ্রকে প্রশ্ন রাহুলের
Next articleঅনুব্রতর ভোল বদল: আগের দিন ভর্ৎসনা, পরের দিন প্রার্থী ঘোষণা