সেনাদের যাতায়াতে বুলেটপ্রুফ ট্রাক নেই কেন? কেন্দ্রকে প্রশ্ন রাহুলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার জন্য যখন কয়েক হাজার কোটি টাকায় ক্ষেপণাস্ত্র প্রতিরোধক বিশেষ বিমান কেনা হচ্ছে তখন দেশের অতন্দ্র প্রহরী সেনা জওয়ানদের নিরাপত্তায় গাফিলতি কেন? শনিবার একটি ভিডিও পোস্ট করে মোদি সরকারের উদ্দেশে এই প্রশ্ন ছুড়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর ক্ষোভ, দেশের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে নজর দেওয়া হচ্ছে না কেন?

এদিন রাহুল টুইট করে বলেন, প্রধানমন্ত্রীর জন্য বিশেষ বিমান কিনতে ৮০০০ কোটি টাকার বেশি খরচ করা হচ্ছে। কিন্তু যে জওয়ানরা দেশ রক্ষা করছেন, তাঁদের জন্য এখনও বুলেটপ্রুফ ট্রাকের ব্যবস্থা করা হয়নি। ওয়ানাড়ের সাংসদ রাহুল গান্ধী এই প্রসঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে কয়েকজন সেনাকে এই বিষয়টি নিয়ে কথা বলতে শোনা গিয়েছে। দু’মিনিটের ওই ভিডিওতে শোনা যাচ্ছে, এক জওয়ান বলছেন, এখনকার দিনে বুলেটপ্রুফ গাড়িও নিরাপদ নয়। কিন্তু আমরা নন বুলেটপ্রুফ গাড়িতে চড়েই যাচ্ছি। ওরা আমাদের জীবন নিয়ে খেলা করছে। আমরা নিজেদের জীবন নষ্ট করছি। যদিও ওই ভিডিও কখন তোলা হয়েছে তা বোঝা যায়নি। ভিডিওতে আর এক জওয়ানের মুখে শোনা যাচ্ছে, আমাদের যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ। বড় অফিসাররা বুলেটপ্রুফ গাড়িতে চড়ে যাচ্ছেন। আমরা যাচ্ছি নন বুলেটপ্রুফ ট্রাকে। এই ভিডিও দেখিয়েই মোদিকে খোঁচা দিলেন রাহুল।

আরও পড়ুন-বাংলায় দ্বিতীয় শক্তি হিসেবে উঠে আসবে কংগ্রেস, দাবি অধীরের

Previous articleবিজ্ঞান মঞ্চের ‘প্রাণের রক্তদান শিবির’
Next articleকুলগাওতে সেনার হাতে খতম দুই জঙ্গি