বিজ্ঞান মঞ্চের ‘প্রাণের রক্তদান শিবির’

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কলকাতা জেলার উদ্যোগে শনিবার ‘প্রাণের রক্তদান শিবির’-এর আয়োজন করা হয়৷ সংগঠনের রাজ্য অফিসে এবং ভ্রাম্যমাণ রক্ত সংগ্রহ গাড়ির ২টি ইউনিটে মোট ৬৪ জন রক্তদান করেছেন। একইসঙ্গে আতঙ্ক উপেক্ষা করে সমাজের বিভিন্ন অংশের ‘কোভিড-জয়ী’ নাগরিক ও চিকিৎসকদের স্মারক ও পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়৷ এই শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কার্যকরী সভাপতি অধ্যাপক সত্যজিত চক্রবর্তী, সাধারণ সম্পাদক অধ্যাপক প্রদীপ মহাপাত্র, উৎপল দত্ত,রাজ্য সহ সভাপতি শ্যামল চক্রবর্তী, তপন সাহা,বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার, ক্রীড়াবিদ উৎপল চ্যাটার্জি, ক্রীড়া সংগঠক বিশ্বরূপ দে প্রমুখ। সমস্ত সব ধরনের কোভিড- প্রোটোকল মেনেই পালিত হয়েছে এই কর্মসূচি৷

আরও পড়ুন-কেরিয়ারের নতুন দিশা দিতে মিডিয়া, কমিউনিকেশনের প্রোগ্রাম চালু অ্যাডামাসে

Previous articleনদীপথ ধরে উপত্যকায় অস্ত্র পাচারের ছক পাকিস্তানের, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র
Next articleসেনাদের যাতায়াতে বুলেটপ্রুফ ট্রাক নেই কেন? কেন্দ্রকে প্রশ্ন রাহুলের