কেরিয়ারের নতুন দিশা দিতে মিডিয়া, কমিউনিকেশনের প্রোগ্রাম চালু অ্যাডামাসে

কেরিয়ারের নতুন দিক খুলে দিতে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে মিডিয়া এবং কমিউনিকেশন বিষয়ে একাধিক প্রোগ্রাম। সাংবাদিকতায় এম এ, মিডিয়া টেকনোলজিতে এম এসসি, এন্টারটেইনমেন্ট মিডিয়ায় এম এ, ইভেন্ট এন্ড এক্সপেরিমেন্টাল মার্কেটিং এবং কমিউনিকেশন ম্যানেজমেন্টে এমবিএ প্রোগ্রাম চালু করছে অ্যাডামাস।

বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী প্রত্যেকটি প্রোগ্রাম সাজানো হয়েছে বলে জানিয়েছে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। মিডিয়া টেকনোলজিতে এম এসসি কোর্স ৩ বছরের। এমবিএ প্রোগ্রাম সহ বাকি কোর্সের মেয়াদ ২ বছর। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লাস রুমের লেখাপড়ার পাশাপাশি কমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে গবেষণার জন্য ছাত্রদের উদ্বুদ্ধ করা হবে। একইসঙ্গে বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী, ছাত্রদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট করতে হবে।

ইভেন্ট এন্ড এক্সপেরিমেন্টাল মার্কেটিং এবং কমিউনিকেশন ম্যানেজমেন্টে এমবিএ প্রোগ্রামে বাজারের চাহিদা অনুযায়ী প্রত্যেকটি বিষয়ে পর্যালোচনা করার সুযোগ পাবেন। এই প্রোগ্রামে পঠন পাঠনের সঙ্গে নতুন কৌশল শেখা এবং তা বাস্তবায়ন করতে পারবে পড়ুয়ারা।

◼️ কমিউনিকেশন ম্যানেজমেন্টে এমবিএ প্রোগ্রামের জন্য সংশ্লিষ্ট ছাত্রকে ক্যাট বা ম্যাট বা অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

◼️ ইভেন্ট এন্ড এক্সপেরিমেন্টাল মার্কেটিং- এ এমবিএ প্রোগ্রামের জন্য সংশ্লিষ্ট ছাত্রকে ক্যাট বা ম্যাট বা অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একই সঙ্গে গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউতে

◼️ সাংবাদিকতায় এম এ- এর জন্য অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

◼️এন্টারটেইনমেন্ট মিডিয়ায় এম এ এবং মিডিয়া টেকনোলজিতে এম এসসি- র ক্ষেত্রে ইউজিসি স্বীকৃতিপ্রাপ্ত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। একইসঙ্গে উত্তীর্ণ হতে হবে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায়।

অধ্যাপক উজ্জ্বলকুমার চৌধুরী অ্যাডামাসের মিডিয়া স্কুলের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য। নতুন প্রোগ্রামের বিষয়ে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান শমিত রায় বলেন, “বিশ্ববিদ্যালয় সব রকম ভাবে পড়ুয়াদের উন্নতি চায়। তাই ক্লাস রুমের বাইরে হাতে কলমে শিক্ষার উপর জোর দেয়। এই ভাবে বর্তমান সময়ের জন্য উপযোগী করে তোলা হয় তাদের। শুধুমাত্র উন্নতমানের শিক্ষাদান করাই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য নয়। প্রত্যেক পড়ুয়াকে সার্বিকভাবে একজন মানুষ হিসাবে গড়ে তোলাই লক্ষ্য।”

আরও পড়ুন-যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন ৩ এমবিএ প্রোগ্রামের সূচনা অ্যাডামাসের

 

Previous articleসুকৌশলে ‘শ্রী সিমেন্ট’-এর আদ্যক্ষর? নয়া নামে আইএসএল খেলবে ইস্টবেঙ্গল
Next articleপর্ণশ্রীতে প্রোমোটারের রহস্যমৃত্যু, সিঁড়ির রেলিং থেকে উদ্ধার ঝুলন্ত দেহ