Wednesday, May 7, 2025

যোগীর আবেদন মেনে হাথরসের তদন্তভার হাতে নিল সিবিআই

Date:

Share post:

উত্তরপ্রদেশের হাথরস গণধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ। দোষীদের শাস্তি চেয়ে সরব হয়েছেন সাধারণমানুষ। দেশের নানা প্রান্তে শুরু হয়েছে প্রতিবাদ। প্রশ্ন উঠেছে যোগী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে। পরিস্থিতি বেগতিক বুঝে এই গণধর্ষণ ও হত্যাকাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই মতই হাথরসের দলিত যুবতী ধর্ষণ ও মৃত্যুর তদন্ত ভার কাঁধে তুলে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। হাথরস কাণ্ডের তদন্তভার নেওয়ার কথা শনিবার সন্ধ্যায় প্রকাশ্যে আনেন সিবিআই আধিকারিকরা। আধিকারিকদের তরফে জানানো হয়েছে তদন্তকারী সংস্থার হাতে ইতিমধ্যেই তদন্তভার তুলে দেওয়া হয়েছে প্রাথমিক তদন্তের পরই ফরেনসিক বিশেষজ্ঞ সহ তদন্তকারীদের একটি দলকে শীঘ্রই হাথরস পাঠানো হবে।

গত ১৪ সেপ্টেম্বর ১৯ বছর বয়সী দলিত যুবতীর সঙ্গে গণধর্ষণের ঘটনা ঘটার পর মামলার তদন্ত করছিল স্থানীয় পুলিশ। গত ২৯ সেপ্টেম্বর হাসপাতলে ওই যুবতীর মৃত্যুর পর উত্তাল হয়ে ওঠে গোটা পরিস্থিতি। তড়িঘড়ি এই মামলার তদন্তে বিশেষ তদন্তকারী দল(এসআইটি) গঠন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ১০ দিন সময় বেঁধে দেওয়া হয় ‘এসআইটি’কে। তবে এই ঘটনায় গোটা দেশ যেভাবে উত্তাল হয়ে ওঠে, তাতে মামলার তদন্ত রাজ্যের হাতে না রেখে কেন্দ্রীয় এজেন্সির হাতেই তুলে দেওয়াই শ্রেয় বলে মনে করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই মামলাকে কেন্দ্র করে রাজ্যে জাতিগত হিংসা ছড়ানোর ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ তোলে উত্তরপ্রদেশ প্রশাসন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আবেদনের ভিত্তিতেই শনিবার থেকেই এই মামলার দায়িত্ব ভার তুলে দেওয়া হয় সিবিআই-এর হাতে।

আরও পড়ুন: নাগাল্যান্ড ভারতের বাইরে হওয়ায় ডেলিভারি নয়, বিতর্কে জড়িয়ে ক্ষমা চাইল ফ্লিপকার্ট

উল্লেখ্য, হাথরসের গণধর্ষণ কাণ্ড ও নির্যাতিতার মৃত্যুর পর একের পর এক বিতর্কে জড়ায় উত্তরপ্রদেশ পুলিশ। নির্যাতিতার মৃতদেহ পরিবারের হাতে তুলে না দেওয়ার পরিবর্তে মধ্যরাতে পরিবারের সদস্য ছাড়াই পেট্রোল ঢেলে দেহ জ্বালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। শুধু তাই নয় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে পরিবারের লোকজনকে হুমকি দেওয়ার অভিযোগে স্থানীয় জেলা শাসকের বিরুদ্ধে। সিটের তদন্তের উপর ভিত্তি করে একাধিক পুলিশ কর্মী ও আধিকারিককে বরখাস্ত করে যোগী সরকার।

spot_img

Related articles

রাষ্ট্রসঙ্ঘের দফতরের বাইরে পাক মিসাইল! প্রত্যাঘাতে ১১ ভারতীয় হত্য়া

অপারেশন সিন্দুর সফল করার পরই পাকিস্তানের প্রত্যাঘাতের আশঙ্কায় একাধিক বৈঠক চলছে ভারতে। অন্যদিকে পাকিস্তানও সীমান্তে আঘাতের পরিমাণ বাড়িয়ে...

২৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের, প্রস্তুতি হবে কলকাতায়

ভারতীয় দলে(Indian Football Team) এবার মোহনবাগানের(MBSG) আরও এক ফুটবলর। এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cuo) যোগ্যতা অর্জন পর্বের জন্য...

বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস!

সকালে গরমের দাবদাহ কাটিয়ে বুধের বিকেলেই বৃষ্টি ভেজার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গবাসীর। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে...

২ মহিলা সেনা ব্যোমিকা-সোফিয়ার কৃতিত্বের খতিয়ান

পহেলগামে সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের 'অপারেশন সিন্দুর'। পাক অধিকৃত কাশ্মীরে (Kashmir) এয়ার স্ট্রাইকের সেই বিবৃতি সংবাদ মাধ্যমের সামনে...