Wednesday, November 5, 2025

পরিকল্পিতভাবে সাম্প্রদায়িকতা ছড়ানো হচ্ছে, পাগড়ি-বিতর্কে জানালো স্বরাষ্ট্র দফতর

Date:

পাগড়ি-বিতর্কে এবার মুখ খুললো রাজ্য স্বরাষ্ট্র দফতর৷

গত বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযানের দিন আগ্নেয়াস্ত্র-সহ এক শিখকে গ্রেফতার করে পুলিশ৷ বলবিন্দর সিং নামে ওই শিখ সম্প্রদায়ের ব্যক্তিকে গ্রেফতার করার ঘটনা নিয়ে পুলিশের বিরুদ্ধে ওই শিখের পাগড়ি খুলে নেওয়ার
অভিযোগ উঠেছে । বলা হচ্ছে, শিখের পাগড়ি খুলে তাঁর ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে।

এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে টুইট করে প্রতিক্রিয়াও জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। এবার এই সব প্রতিক্রিয়ার জবাব দিলো রাজ্যের স্বরাষ্ট্র দফতর।

রবিবার পর পর ৩ টি টুইটে স্বরাষ্ট্র দফতর নাম না করে নিশানা করেছে বিজেপিকেই৷ বলা হয়েছে, এই ঘটনায় পরিকল্পিতভাবে সাম্প্রদায়িকতার রং লাগাচ্ছে একটি রাজনৈতিক দল৷ স্বরাষ্ট্র দফতরের তরফে বলা হয়েছে, “এরাজ্যে শিখ ভাইবোনেরা শান্তি, সম্প্রীতি ও খুশিতে থাকেন। তাঁদের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সবারই শ্রদ্ধা রয়েছে৷ সম্প্রতি একটি মিছিলে আগ্নেয়াস্ত্র সহ একজন শিখকে গ্রেফতারি, পুরোপুরি বিচ্ছিন্ন ঘটনা। একটি রাজনৈতিক দল তাদের স্বার্থসিদ্ধির জন্য ইচ্ছে করে এই ঘটনার গায়ে সাম্প্রদায়িকতার রং লাগানোর চেষ্টা করছে। তথ্যের বিকৃতি ঘটাচ্ছে। পুলিশ আইন মেনেই তার কাজ করেছে।”

আরও পড়ুন- এবার ঝাড়খন্ড, বন্ধুর কপালে বন্দুক ঠেকিয়ে নাবালিকাকে গণধর্ষণ

ওদিকে, বিজেপির নবান্ন অভিযানে ধৃত বলবিন্দর সিং এবং আরও ২ জনকে ফের ৮ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন হাওড়ার ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version