Thursday, August 21, 2025

হাসপাতালেই প্রার্থী বাছাইয়ের ইন্টারভিউ চলছে লালুপ্রসাদের, তুমুল বিতর্ক

Date:

দীর্ঘদিন পর এই প্রথম ভোট ময়দানে নেই তিনি৷
পশুখাদ্য কেলেঙ্কারির অভিযোগ প্রমানিত হওয়ায় এই মুহুর্তে জেলবন্দি তিনি৷ কিন্তু এতেও রোখা যায়নি তাঁকে৷

জেল হাসপাতালে বসেই আসন্ন বিধানসভা নির্বাচনের দলের ঘুঁটি সাজাচ্ছেন বিহারের এক সময়ের ‘মসিহা’ লালুপ্রসাদ যাদব। এই মুহুর্তে রাঁচির রিমস হাসপাতালে ভর্তি তিনি। সেখানেই, তাঁর দল RJD-র প্রার্থীদের ইন্টারভিউ নিচ্ছেন লালু৷

বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই নড়াচড়া শুরু হয়েছে। সূত্রের খবর, বিহার নির্বাচনে প্রার্থী হতে চেয়ে শুধুমাত্র লালুর কাছে প্রায় ৫ হাজার আবেদনপত্র জমা পড়েছে। সেসব ঝাড়াই-বাছাই করে চূড়ান্ত তালিকা তৈরি করছেন তিনি। তার ভিত্তিতেই গত বুধবার RJD প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তাতে ৪২ জনের নাম রয়েছে। বিহার নির্বাচনে JDU-বিজেপি জোটকে টেক্কা দিতে কংগ্রেস ও বামেদের সঙ্গে এবার RJD হাত মিলিয়েছে৷ রাজনৈতিক মহলের অভিমত, ছেলে তেজস্বী যাদব দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু, রিমোট আছে সেই লালুর হাতেই। তাই জোট থেকে প্রার্থী নির্বাচন, সবই চলছে তাঁর নির্দেশেই।

এদিকে জেলে বসেই লালুর প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার বিষয়টি সামনে আসতেই সরব বিরোধীরা। তাঁদের প্রশ্ন, একজন বন্দি কীভাবে মোবাইল ফোন ব্যবহার করছেন বা এ ধরনের ইন্টারভিউ নিচ্ছেন? অভিযোগ, লালু ঝাড়খণ্ডের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। সেই রাজ্যে সরকারে রয়েছে JMM-কংগ্রেস জোট। বিহারেও লালুর দল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বিধানসভায় লড়ছে। তাই লালুকে সুবিধা দেওয়া হচ্ছে আইনের তোয়াক্কা না করেই৷ গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাসও।

এদিকে জানা গিয়েছে, সীতামারি জেলার সোনবর্সা ব্লকের রাজসিংঘহিনী পঞ্চায়েতের প্রধান রিতু জয়সওয়ালকে RJD তুরুপের তাস করেছে। পঞ্চায়েত প্রধান হিসেবে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন রিতু জয়সওয়াল। এবারের ভোটে এক IAS আধিকারিকের এই স্ত্রীকে টিকিট দিচ্ছে লালুর দল।

অন্যদিকে, ভোটের টিকিট দেওয়া নিয়ে গোষ্ঠী কোন্দলে নাজেহাল বিজেপি। টিকিট না পেয়ে অনেকেই দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। তাঁদের কড়া হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সঞ্জয় জয়সওয়াল। তিনি বলেছেন, ১২ তারিখের মধ্যে সমস্ত মনোমালিন্য মিটিয়ে ফিরে আসুন। না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যেই টিকিট না পেয়ে ‘নির্দল’ হিসেবে লড়ার কথা ঘোষণা করে দিয়েছেন বিজেপি নেত্রী সঙ্গীতা সিং। একই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন জেডিইউ নেতা নীরজ ঝা-ও। মোটের উপর, শাসক দুই দলের কলহের ফলে প্রাথী বাছাইয়ে কিছুটা এগিয়েই আছে RJD- কংগ্রেস।

আরও পড়ুন:রাজস্থানের পর এবার যোগীরাজ্য, গুলিবিদ্ধ পুরোহিত

Related articles

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...
Exit mobile version